শিরোনাম
◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১১ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোমরা আর্জেন্টিনার মানুষ সম্বন্ধে কতোটুকু জানো’?

রুমি আমমেদ

রুমি আমমেদ: আর্জেন্টাইন টিভিতে বাংলাদেশি সাপোর্টারের ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউয়ের প্রশ্নটি আসলেই প্রণিধানযোগ্যÑ তোমরা যে এতো আর্জেটিনা আর্জেন্টিনা করো, তোমরা আর্জেন্টিনার মানুষ সম্বন্ধে কতোটুকু জানো? এঁদের কালচার ফুড ইতিহাস ঐতিহ্য কিছু কি জানো? আসলেই তো!

[১] আপনারা সবাইতো যে আর্জেন্টিনার নীল সাদা ফ্ল্যাগ জার্সি নিয়ে ফাটায় ফেলতেছেন, কতোজন জানেন এই ফ্ল্যাগ মানে কী? এই ফ্ল্যাগটা স্পেইন থেকে আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামের স্তম্ভ-১৮১২ সালে ডিজাইন করা। ওদের বিপ্লবের সময় মে মাসে নীল আকাশ ছেয়ে সাদা মেঘের আবির্ভাব আর হলুদ সূর্য, এই বিপ্লবের মুহূর্ত টাকে মানুষের মনে চিরস্থায়ী করে রাখার জন্য এই ফ্ল্যাগ- নীল আকাশ, সাদা মেগ আর হলুদ সূর্য। 

[২] আমারা যেমন জাতিগতভাবে চা পাগল জাতি, চা ছাড়া আমাদের কিছুই চলে না। আর্জেন্টাইন রাও তেমন ‘মা-তে’ ছাড়া চলতে পারে না। বম্বিনো স্ট্র দিয়ে ইয়ারবা পাতার মা-তে পান করা ওদের সব সোশ্যাল একটিভির ভরকেন্দ।

[৩] দিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি এই দুইজন ছাড়া সবচেয়ে পরিচিত আর্জেন্টাইন কে? চে গুয়েভারা কে চিনেন? এর্নেস্তো গুয়েভারা চে গুয়েভারা নাম পরিচিত একজন আর্জেন্টাইন চিকিৎসক টার্নড সশস্ত্র কমিউনিস্ট বিপ্লবী। 

[৪] আমরা কোথাও গেলে খোঁজ করি ওই অঞ্চলের ভালো খাবার কী। যেমন টাঙ্গাইল গেলে চমচম খুঁজি, যশোর গেলে খেজুরের গুড় খুঁজি, চাটগাঁ গেলে শুঁটকি খুঁজি। আর্জেন্টাইন কোন ফুড বিশ্ব বিখ্যাত? বিফ, গরুর মাংস! আবহাওয়া, ঘাস, চারণভূমি ইত্যাদির কারণে আর্জেন্টাইন বিফকে পৃথিবী সবচেয়ে সুস্বাদু বিফ বলে ধারণা করা হয়।

[৫] ব্রাজিলিয়ান মিউজিক সাম্বা। আর্জেন্টাইন কাউটারপার্ট কী? ট্যাংগো! ট্যাংগো ড্যান্স আর্জেন্টাইন কুইনটেনশিয়াল কালচার। তাহলে কীভাবে আর্জেন্টিনা খেলা এনজয় করবেন? আর্জেন্টাইন কাউবয় গাউচি পোশাক পরে বম্বিনো দিয়ে মা-তে পান করতে করতে স্প্যানিশ ভাষা ভাষায় বাত-চিৎ করে আর ট্যাংগো ড্যান্স করে বিফ স্টেইক ডিনার দিয়ে আর্জেন্টিনার পরের খেলাটা এনজয় করুন। আর্জেন্টিনা হারুক আর জিতুক- একটা নতুন ইম্পরট্যান্ট ভাষা শেখা হয়ে যাবে, একটা নতুন ট্যাংগো ড্যান্সে পারদর্শী হয়ে যাবেন। এটাই তো একটা বিজয়- তাই না! লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • সর্বশেষ
  • জনপ্রিয়