শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মন্তব্যে ৩০ সেকেন্ডেই ভেস্তে গেল ভারতীয় গণমাধ্যমের ষড়যন্ত্র!

আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের খান আজ তাঁর ফেসবুকে একটি পোস্টে লিখেছেন কিভাবে ছয় মাস ধরে ভারতীয় গণমাধ্যমের প্রচারিত ষড়যন্ত্র মাত্র ৩০ সেকেন্ডেই ভেঙে পড়েছে!

তিনি বলেন,“গত ছয় মাস ধরে ভারতীয় গণমাধ্যম, যা স্পষ্টতই দেশটির সরকারের অনুমোদন পেয়েছে, শেখ হাসিনার সরকারকে উৎখাতের বিষয়ে একটি বিশেষ বর্ণনা প্রচার করে আসছিল। তাদের দাবি ছিল, বাংলাদেশে ইসলামী মৌলবাদীরা ক্ষমতা দখল করে সংখ্যালঘু হিন্দুদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এমনকি, এ ঘটনার পেছনে সিআইএ ও আইএসআই-এর হাত রয়েছে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত হিন্দুদের রক্ষায় ব্যবস্থা নেওয়া।”

জুলকারনাইন সায়ের  আরো লিখেন,“এই মিথ্যাচার এতটাই জোরালো ছিল যে, একসময় মনে হচ্ছিল এটি সত্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। বিশেষ করে, দীপাবলির দিনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি টুইট এবং ট্রাম্প প্রশাসনের সাবেক কর্মকর্তা মাইক বেনজের ইউএসএআইডি’র অর্থায়ন নিয়ে দেওয়া মন্তব্য কিছুটা উদ্বেগ তৈরি করেছিল। তবে, আজ এক মিনিটেরও কম সময়ে ট্রাম্প নিজেই এই ষড়যন্ত্র তত্ত্ব গুঁড়িয়ে দিয়েছেন, যা ভারতের জন্য বড় এক ধাক্কা।”

এক ভারতীয় সাংবাদিক যখন বাইডেন প্রশাসনের আমলে বাংলাদেশে সরকার পরিবর্তনের মার্কিন গভীর রাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পের মতামত জানতে চান, তখন ট্রাম্প খুব স্বাভাবিকভাবেই বিষয়টিকে উড়িয়ে দেন। তিনি ইঙ্গিত দেন যে, ভারত বহু বছর ধরেই বাংলাদেশকে নিজেদের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করছে। এরপর তিনি প্রশ্নটি সরাসরি মোদিকে ঘুরিয়ে দেন, যার ফলে হতভম্ব মোদি দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলেন।

জুলকারনাইন সায়ের খান তাঁর পোস্টে লেখেন, ভারতীয় প্রচারণার ওপর এটি এক বড় আঘাত, কারণ সত্য কখনোই বেশি দিন লুকিয়ে রাখা যায় না। সত্য সবসময়ই জয়ী হয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, "ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।"  অনুবাদ: জনকন্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়