শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ১২:০৪ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার যুদ্ধ আদর্শিক, আর আপনার যুদ্ধ এজেন্ডা ভিত্তিক

আশরাফুল আলম খোকন

আশরাফুল আলম খোকন: আপনার আমার পথ সম্পূর্ণ আলাদা। আমার যুদ্ধ আদর্শিক, আর আপনার যুদ্ধ এজেন্ডা ভিত্তিক। আপনার পক্ষের মানুষ মারা গেলে আপনি হায় হুসেন, হায় হুসেন, বলে মাতম করেন। আর, বিপক্ষের কেউ মারা গেলে আপনি হাসেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কখনো দেখেছেন কারো মৃত্যুতে হাসতে কিংবা আলহামদুলিল্লাহ বলতে? অথচ আমাদের কেউ মারা গেলে অমানুষের মতো আপনি বলেন, কুলাঙ্গারটার মরাই উচিত ছিলো। অথচ দেখেন, যে ছেলেটি দেশের জাতীয় সংগীতের বিরুদ্ধে লিখেছে, পহেলা বৈশাখ ও ফাল্গুনের বিরুদ্ধে লিখেছে, জঙ্গি নেতাকে যে তার পীর মনে করতো, রাজাকার সাঈদীকে মনে করতো জাতীয় বীর, তার ছবি আপনারা প্রোফাইলে দিয়েছেন, প্রথম শহীদ হিসাবে স্যালুট করছেন। 

আমরা কি তাকেও কখনো কোথাও কুলাঙ্গার বলেছি? তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছি? কেউ কখনো বলেছে যে, পুলিশতো গুলি করেনি, রাবার বুলেট ছুড়েছে। রাবার বুলেটে কীভাবে তিনি মারা গেলেন? বলিনি । কারণ যেকোনো মৃত্যুই আমাদের কাছে কষ্টের ও বেদনার। মীর মুগ্ধ, এই ছেলেটি ছাত্র আন্দোলনে শিবির ও ছাত্রদল ঢুকেছে বলে স্ট্যাটাস দেওয়ার পরদিনই কেন মারা গেলো? তাকে কে মেরেছে, কেন মেরেছেÑ এটা নিয়ে কি আমরা প্রশ্ন তুলেছি? তুলিনি। বিচার বিভাগীয় তদন্তের অপেক্ষায় আছি। জঙ্গিদের শিরোমণি বাংলা ভাই যখন জীবন্ত মানুষকে গাছে ঝুলিয়ে হত্যা করতো, আপনার বলতেন, বাংলা ভাই নামে কেউ নাই, এটা মিডিয়ার সৃষ্টি। আমরা এর প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি। আজকে যখন গাজীপুরের জুয়েল মোল্লা ও পুলিশ সদস্যদের একই কায়দায় ঝুলিয়ে হত্যা করে পিশাচরা উল্লাস করেছে, আমরা এখনো এর প্রতিবাদ করছি আর আপনি আলহামদুলিল্লাহ বলেছেন। আপনাদের সাথে আমাদের পার্থক্য অনেক। পার্থক্য আদর্শ, মন-মানসিকতা ও মানবিকতায়। সুতরাং আপনার চিৎকার ও হুংকার আমাদের কানে পৌঁছবে না।
  https://www.facebook.com/ashrafulalam.khokan.

  • সর্বশেষ
  • জনপ্রিয়