শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০১:০৬ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিএসসির ফাঁসকৃত প্রশ্ন কিনে যারা সচিবালয়ের রিভলবিং চেয়ারে বসে দেশ চালাচ্ছেন 

মনজুরুল হক

মনজুরুল হক: পুলিশের আইজি (অব.) বেনজীর থেকে মতিউর, মুসা, মোশারফ, ড. সাদেক, আবু জাফর, আবেদ আলী-এরা এপিটাইজার। আসল হুইস্কি ঢালা-গেলা হচ্ছে অন্য মোকামে। এসব রত্নরাই কি প্রথম এবং শেষ? মোটেও না। এই রাষ্ট্রটিতে এখন এমন একটা ব্যবস্থা বলবত রয়েছে যেখানে ওপর তলার প্রায় সকলেই এই জিনিস। শুধু প্রোফাইল আলাদা। যাকে বলে টপ টু বটম। কেন হলো? কীভাবে হলো প্রশ্ন তুলুন। উত্তর পাবেন না। এবার নিজেই উত্তর মিলিয়ে নিন যে দেশে বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ইলেকশন মেকানিজম করা হয় এবং প্রকাশ্যে তা করতে সহায়তা করে এইসকল সরকারি ক্ষমতাধর কর্মকর্তারা। সেখানে এদের দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেয়া দূরের কথা, আঙ্গুল তোলারও নৈতিক অধিকার রাখে না সেই নির্বাচনের বেনিফিশিয়ারিরা।

বাংলাদেশ কোন পথে যাচ্ছে? যাচ্ছে নাইজেরিয়ার দেখানো পথে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এবং তার পূর্বসূরিরা নাইজেরিয়ার সকল খনিজ সম্পদ ইউরোপ-আমেরিকার হাতে তুলে দিয়েছিল। দেশটাকে খোকসা বানিয়ে দুর্নীতি, জোচ্চরি, কালোটাকা, বেশ্যাবৃত্তি, খুন-রাহাজানিসহ একটা ডেঞ্জারাস হিউম্যান ক্যাটাবলিজম দেশ বানিয়ে ছেড়েছে। পর্নো ওয়ার্ল্ডে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে নাইজেরিয়া। দুঃখজনক হলো অফিসিয়াল বেশ্যাবৃত্তি ছাড়া বাকি সবকিছুই এখানে নাইজেরিয়ার মতোই হচ্ছে। আমরা হয়তো এশিয়ার নাইজেরিয়া হতে চলেছি।

এসব আলাপ দূরে রেখে দুটো ভাইটাল প্রশ্ন তুলুন : [১] পিএসসির ফাঁসকৃত প্রশ্ন কিনে যারা সচিবালয়ের রিভলবিং চেয়ারে বসে দেশ চালাচ্ছেন তাদের কতজন প্রশ্ন কিনে পাস করেছেন, সেই খতিয়ান দাবি করুন। সবচেয়ে বিপজ্জনক হলো যে বিচারকগণ (ম্যাজিস্ট্রেট) জনগণের বিচার করছেন তাদের যোগ্যতা কী? গত দশ-পনের বছরে যারা শীর্ষ পদে চাকরি পেয়েছেন তাদের যোগ্যতা পুনঃযাচাই হোক। [২] শীর্ষ ক্ষমতাধরদের গ্রীণ সিগনাল বা ক্লিনচিট ছাড়া এসব চুনোপুঁটিদের ছাপ্পড় ফাড়া দুর্নীতি করার সাহস হবে না। ওই শীর্ষে আসীন ক্ষমতাধরদের জবাবদিহি করার জন্য প্রশ্ন তুলুন। ঈষৎ সম্পাদিত। লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়