শিরোনাম
◈ ভালোবাসার শহর প্যারিসে বৃষ্টিভেজা রাতে শুরু হলো অলিম্পিকস ২০২৪ ◈ সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী আজ ◈ কারফিউ আরো শিথিলের সিদ্ধান্ত হবে আজ, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ একদফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা  ◈ ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ◈ কোটা আন্দোলন: ঢামেকে চিকিৎসাধীন শিক্ষার্থীসহ তিন জনের মৃত্যু ◈ হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব জনগণ একদিন আদায় করে নেবে: মির্জা ফখরুল ◈ প্রতিটি হামলার ঘটনার বিচার হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ সাম্প্রতিক সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ নারী আসনের মনোনয়ন চূড়ান্ত হবে বুধবার

সালেহ্ বিপ্লব: [২] সংরক্ষিত নারী আসন বণ্টনে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন স্বতন্ত্র নির্বাচিত ৬২ সংসদ সদস্য। এতে করে ৫০ আসনের ৪৮টিই পাচ্ছে ক্ষমতাসীনরা। আর বাকি দুটি পাবে জাতীয় পার্টি।

[৩] আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ হাজার ৫৪৯ জন। প্রতিটি আসনের বিপরীতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৩২ জনেরও বেশি।  

[৪] মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আছেন রাজনীতিবিদ, পেশাজীবী, আইনজীবী ও অভিনেত্রীরা। 

[৪.১] অভিনেত্রী ও তারকা মিলিয়ে ১৫ জন। সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি, জাকিয়া মুন ও গায়িকা ইভা রহমান ।

[৫] মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাক্ষাৎকার নেবেন।

[৬] এরপর বেলা ১২টায় শুরু হবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করবন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৭] এই সভায় ৪৮ আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে, এমনই জানিয়েছে দলের সংশ্লিষ্ট সূত্র।

[৮] কারা কারা মনোনয়ন পাচ্ছেন, এটা জানার উৎসাহ তুঙ্গে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয় ও ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় ঘিরে তুমুল আলোচনা। 

[৮.১] আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, দলের ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে সবার আগে। সবারই জীবনবৃত্তান্ত খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিদ্ধান্ত তিনিই দেবেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়