শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:১৭ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ নির্বাচনী এলাকায় আবেগাপ্লুত আইনমন্ত্রী, চাইলেন দোয়া

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] তফসিল ঘোষণার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি উপস্থিত হয়ে দোয়া চান। 

[৩] বুধবার ব্র্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় উপস্থিত হলে নেতা-কর্মীরা আইনমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

[৪] আইনমন্ত্রী তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে নির্বাচন করবেন। নির্বাচনী বিধি যেন লংঘন না হয় এ কারণে আইনমন্ত্রী সব সময়ের মতো ঢাকা থেকে আখাউড়ায় না নেমে কুমিল্লায় চলে যান। সেখান থেকে তিনি সড়ক পথে কসবায় যান। এদিকে পথে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আপ্লুত হয়ে মন্ত্রী কান্না করেন। তবে নিয়ম মেনে ভোট না চেয়ে দোয়া প্রার্থনা করেন।

[৫] কসবায় প্রবেশের পথে সড়কে নেতা-কর্মীরা জড়ো হলে তিনি বলেন, ভোট চাইতে পারবো না। ১৮ তারিখ পর্যন্ত প্রচারণা করতে দেবে না নির্বাচন কমিশন। এটা আইন। আমি আইন মেনে চলবো। আপনারা যে দায়িত্ব দিয়েছিলেন সন্তান হিসেবে সেটা পালন করেছি। প্রথম দিন বলেছিলাম পাশে থাকবো। আমি ১০ বছর আর কিছু করি নাই পাশে থাকা ছাড়া। সুখে-দুখে পাশে ছিলাম আপনাদের। নির্বাচন আসন্ন। আপনারা ভোট দেবেন।

[৬] আপ্লুত হয়ে তিনি বলেন, যারা আমার বয়সে বড় ছিলেন তাদের সন্তান হিসেবে কাজ করেছি। যারা বয়সে ছোট তাদের অভিভাবক হিসেবে কাজ করেছি। আমি ভুল-ত্রুটি করতে পারি। কিন্তু সন্তানকে যেভাবে মাফ করে দেন আমাকেও সেইভাবে মাফ করে দিয়েন। আর যদি কোনো উপকার করে থাকি তাহলে দোয়া করবেন আমার জন্য। আমি ফিরে আসবো। ১৮ তারিখ প্রচারণা শুরু হলে কথা বলবো।

[৭] এসময় সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক প্রশ্নের জবাবে  বলেন, নির্বাচনের পেছানো না  পেছানোর বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয়। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে এটা বলতে পারি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করলে জবাব দেওয়া হবে। সম্পাদনা : সমর চক্রবর্তী 

  • সর্বশেষ
  • জনপ্রিয়