শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৩, ০৪:২৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৩, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : আরমান হোসেন

স্বভাব-কবি রাধাপদ রায়ের ওপর হামলার নিন্দা 

রাধাপদ রায়

সালেহ্ বিপ্লব: [২] কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বভাব-কবি রাধাপদ রায়ের  (৮০) ওপর হামলার নিন্দা জানিয়েছেন দেশের ২৫ বিশিষ্ট নাগরিক। 

[৩] এক বিবৃতিতে তারা বলেন, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের একজন কবির উপর নির্যাতনের ঘটনায় আমরা লজ্জিত বিব্রত ও ব্যথিত। রাধাপদ সরকারকে নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংস্কৃতিজনের উপর হামলা নির্যাতনের ঘটনা ঘটছে। কিছু দিন আগেও দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পী ও নাট্যকর্মীর উপর হামলা, বাউলের বাদ্যযন্ত্র ও পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যার কোনোটিই রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর মনোযোগ আকর্ষণ করতে পারেনি। 

[৪] তারা বলেন, আমরা মনে করি, প্রতিটি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যা দেওয়ার প্রবণতা এ ধরনের ঘটনা বৃদ্ধির জন্য দায়ী। আমরা রাধাপদ সরকারের উপর হামলার ঘটনাটিতে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে সন্ত্রাসীদের আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। 

[৫] বিবৃতিতে বলা হয়, সংস্কৃতি চর্চা বন্ধ করে দেওয়ার যে আয়োজন দেশব্যাপী চলছে, তার সাথে এই ঘটনাকে পৃথক করে দেখার কোনো সুযোগ নেই। যে কোনো কারণ বা প্রকারেই এ ধরনের ঘটনা ঘটুক না কেন এর পিছনে একটি বৃহৎশক্তি রয়েছে, যারা দেশ থেকে সংস্কৃতি চর্চা নির্বাসনে পাঠাতে চায়, যারা রাধাপদ সরকারের মতো সংস্কৃতিসেবীদের একের পর এক আক্রমণ করে চলেছে। 

[৬] তারা বলেন, সংস্কৃতির বিরুদ্ধে বিদ্বেষপোষণকারী জনগোষ্ঠীর সংখ্যা দিন দিন যত বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে আামদের সংস্কৃতিকর্মী কিংবা সাংস্কৃতিক আয়োজন বাড়েনি। বরং জাতীয় সাংস্কৃতিক আয়োজনকে সঙ্কুচিত করা হয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে প্রত্যেক সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। একইসাথে কুড়িগ্রামের সংস্কৃতি কর্মী নির্বিশেষে  রাধাপদ সরকারের পাশে থাকবেন এমনটিই আমাদের প্রত্যাশা। 

[৭] বিবৃতিতে সই করেছেন এডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে. চৌধুরী, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, ট্রাস্টি, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ড. নুর মোহাম্মদ তালুকদার, মেসবাহউদ্দিন আহমেদ, ডা. ফওজিয়া মোসলেম, সভাপতি, খুশী কবির, অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, এম. এম. আকাশ, রোবায়েত ফেরদৌস, সালেহ আহমেদ, ড. জোবায়দা নাসরিন, অ্যাডভোকেট পারভেজ হাসেম, দীপায়ন খীসা, অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, ড. সেলু বাসিত, এ কে আজাদ, জহিরুল ইসলাম জহির, জাহাঙ্গীর আলম সবুজ, অলক দাস গুপ্ত, আবদুল আলীম, আব্দুর রাজ্জাক এবং গৌতম শীল। 

[৮] সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়