শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কানাডা খুনি ও নাজিদের নিরাপদ বেহেস্ত’: এক্সে জয়ের স্ট্যাটাস

বিশ্বজিৎ দত্ত: [২] কানাডাকে একই অভিযোগে সম্প্রতি অভিযোগ করেছে ভারত। একইসঙ্গে কানাডায় অবস্থানকারী ভারতে দন্ডপ্রাপ্ত ৪৩ জনের একটি তালিকাও দিয়েছে কানাডা সরকারকে। 

[৩] বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকান্ডে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। বাংলাদেশ নূর চৌধুরীকে ফিরিয়ে দেয়ার জন্য কানাডাকে বারবার অনুরোধ করেছে। কিন্তু কানাডা বারবার বাংলাদেশের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

[৪] ভারতীয় সংবাদ মাধ্যম ওপ ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর চৌধুরীর পরিবারের কানাডায় এ্যাসাইলামের আবেদন কোর্টে বাতিল হয়েছে। কিন্তু তাকে ফেরত দিচ্ছে না কানাডা। 

[৫] রিপোর্টে বলা হয়, নূর চৌধুরী কানাডায় শান্তিতে একটি আধুনিক কন্ডো বিল্ডিংয়ের ৩ তলায় ফ্লোর কিনে বসবাস করছেন। ২০০৫ সালে তিনি ইটোবিকোতে এই ফ্লাটটি কিনেন। 

[৬] ওপ ইন্ডিয়াতে এ বিষয়ে কথা বলেছেন, আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু হত্যাকন্ডে সাজাপ্রাপ্ত দুই আসামি রয়েছে। এর মধ্যে কানাডায় রয়েছে নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী। তাদের দেশে এনে বিচার কার্যকর করার জন্য দেশ দুটিকে বলা হচ্ছে। কিন্তু তারা নানা ধরণের আইনি মারপ্যাচে খুনিদের ফেরত দিচ্ছে না। কিন্তু অপরাধ সংঘটিত হয়েছে যে দেশে সেই দেশেই তাদের বিচার কার্যকর হবে এটি একটি সাধারণ আইন। কিন্তু এটি মানা হচ্ছে না। 

 [৭] খালিস্তান নেতা হরদ্বীপ সিং নিজ্জর কানাডায় নিহত হন। এই হত্যার সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

[৮] ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে ভারত অভিযোগ করেছে কানাডা তাদের দেশে সাজাপ্রাপ্ত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়