এম এম লিংকন: [২] আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, এই ভিসানীতি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। তারা এটা করেছে নির্বাচনকে সামনে রেখে। আমরা সব সময় সুষ্ঠু নির্বাচনের পক্ষে। সুতরাং, আমাদের চিন্তার বেশি কিছু আছে বলে মনে করি না।
[৩] তিনি বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার পর মতামত দিতে পারবো। যুক্তরাষ্ট্র এটা ভালো উদ্দেশ্যে দিয়েছে নাকি তাদের কোনো স্বার্থ হাসিলের জন্যে এই পদক্ষেপ, তা এখনো স্পষ্ট নয়। যদি ভালো উদ্দেশ্যে দিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ ও দেশবাসী এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।