শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৩, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৩, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি 

সালেহ্ বিপ্লব: [২] বাংলাদেশ এখন ৯৬তম অবস্থানে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ মঙ্গলবার চলতি বছরের এই সূচক প্রকাশ করেছে। সূত্র: ফোর্বস 

[৩]  আগের বারে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

[৪] একটি দেশের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই কতগুলো দেশে ভ্রমণ করতে পারেন, তার ওপর নির্ভর করে এই সূচক তৈরি করে হ্যানলি এন্ড পার্টনার্স। তারা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) থেকে যাত্রীদের চলাচলের তথ্য নেয়।  

[৫] বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন। 

[৬] জাপানকে পিছে ফেলে এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে অবস্থান করে নিয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবেন।  

[৭] তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি, ইতালি ও স্পেন। এই তিন দেশের নাগরিকরা ১৯০টি দেশে ভিসা ছাড়াই যাওয়ার অনুমতি পাবেন।

[৮] গেলোবার তালিকার শীর্ষে থাকা জাপান এবার চলে এসেছে তৃতীয় স্থানে। দেশটির নাগরিকরা ১৮৯টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পাবেন। তারা আগে ১৯৩টি দেশে ভিসামুক্ত প্রবেশের অনুমতি পেতেন।

[৯] তৃতীয় স্থানে জাপানের সঙ্গে আরো রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।

[১০] চতুর্থ স্থানে রয়েছে ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। 

[১১] পঞ্চমে রয়েছে বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল ও সুইজারল্যান্ড। 

[১২] ষষ্ঠ অস্ট্রেলিয়া, হাঙ্গেরি ও পোল্যান্ড। 

[১৩] সপ্তম কানাডা ও গ্রিস। 

[১৪] অষ্টম লিথুয়ানিয়া ও যুক্তরাষ্ট্র।

[১৫] নবম লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া

[১৬] দশম স্থানে এস্তোনিয়া ও আইসল্যান্ড। 

[১৭] সবচেয়ে খারাপ পাসপোর্টের তালিকায় রয়েছে তিন দেশ। আফগানিস্তান, ইরাক ও সিরিয়া। 

এসবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়