শিরোনাম
◈ অভিষিক্ত জাকিরের পর তামিমের বিদায়, চাপে বাংলাশে ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ১০:০৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৩, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় সরকারি অর্থ বরাদ্দ বাড়ছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মো. আখতারুজ্জামান: দেশের বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বছরে সরকারি খরচ দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

কোনো মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য আরো বেশি অর্থের প্রয়োজন হলে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সেই টাকাও দেওয়া হবে বলে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন। 

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খাজা মিয়া এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। 

মোজাম্মেল হক বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালসহ মেডিকেল কলেজ এবং ২৪টি বিশেষায়িত হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধাকে বছরে বিনামূল্যে ৭৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া যায়। 

আর মুমূর্ষু রোগীর জরুরি অপারশেন ও চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের বিবেচনা অনুযায়ী একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালগুলো দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারে। এই ব্যয়ের পরিমাণ এক লাখ টাকা বাড়িয়ে তিন লাখ টাকা করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান মন্ত্রী। 

বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারি হাট-বাজারসমূহের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থ ব্যয় নীতিমালা জারি করা হয় ২০২২ সালে। 

মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের এভাবে পাঁচ বছর ধরে চিকিৎসা সুবিধা দেওয়া হলেও অনেকেই বিষয়টি ভালোমত জানেন না। কোনো বীর মুক্তিযোদ্ধাই যাতে সেবাবঞ্চিত না হন। চিকিৎসকদের কাছে আবেদন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব তারা যেন দেখান। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

এজে/এসএইচবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়