মাজহারুল মিচেল, কায়ছার আহমেদ (উখিয়া, কক্সবাজার): ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম তাহা সোমবার (২৯ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি বলেন, ওআইসি সব সময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে। আমরা সম্মানজনক প্রত্যাবাসন চাই।
মতবিনিময়কালে ওআইসি মহাসচিব বলেন, ‘গাম্বিয়া সরকার মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে। ওই মামলার বিচার প্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে।’
এ সময় রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা ওআইসি মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব নিরাপত্তা, ভিটেমাটি ফিরিয়ে দেওয়া এবং গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা শাখার মহাপরিচালক ওয়াহিদা আহমেদ আমাদের নতুন সময়কে জানান, সোমবার ভোরে ওআইসি মহাসচিব তাহা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে পৌঁছালে সেখানকার শরণার্থীরা উৎসুক হয়ে স্বাগত জানায়।
এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, সকাল সাড়ে ১০টার দিকে ওআইসির মহাসচিব উখিয়া চার নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক সেন্টারে পৌঁছান। তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আসেন। সেখানে রোহিঙ্গা ইয়ুথদের একটি সেন্টারে যান এবং রোহিঙ্গা যুবকদের শিক্ষা কার্যক্রম এবং তাদের দৈনন্দিন জীবনাচার নিয়ে কথা বলেন। পরে ক্যাম্পে গাছের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।
ওআইসি প্রতিনিধি দলটি দুপুরে পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করেন।
মহাপরিচালক ওয়াহিদা আহমেদ বলেন, ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা সোমবার রাতেই কক্সবাজার থেকে ঢাকায় ফিরে সরাসরি বিশ্রামে চলে যাবেন।
মায়ানমার শাখার সহকারী সচিব বিশ্বজিৎ দেবনাথ আমাদেরসময় ডটকমকে জানান, তিনি দুপুরে একটি জন সমাবেশে অংশ নেন। সিনিয়র সহকারী সচিব নাবিলা নওশীন জানান, সন্ধ্যায় এ ব্যাপারে একটি প্রেস ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না
এমএম/প্রতিনিধি/টিএবি/এনএইচ
আপনার মতামত লিখুন :