শিরোনাম
◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৯:১৬ রাত
আপডেট : ২৮ মে, ২০২৩, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির: পরিকল্পনামন্ত্রী

শহীদুল ইসলাম: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মাহাথির। মাহাথিরের নেতৃত্বে মালয়েশিয়ায় যে পরিস্থিতিতে উন্নয়ন শুরু হয়, সে তুলনায় অনেক খারাপ পরিস্থিতিতে বাংলাদেশে উন্নয়ন শুরু করেন শেখ হাসিনা। সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতার প্রয়োজন আছে। সূত্র: সমকাল অনলাইন

শনিবার অবকাঠামো খাতে বিনিয়োগ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় এসব মন্তব্য করেন মন্ত্রী। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান সভা সঞ্চালনা করেন। বিভিন্ন খাতের ব্যবসায়ী ও অবকাঠামো উন্নয়ন বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। 

পরিকল্পনা মন্ত্রী বলেন, সম্প্রতি ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনোমিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনকে এশিয়ার ‘আয়রন লেডি’ হিসেবে উল্লেখ করেছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারকে সম্মান করে তার দেশের মানুষ আয়রন লেডি বলত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আয়রন লেডি বলতে দেশের কারো কারো আপত্তি থাকতে পারে। এ ধরনের মতামতকেও সরকার গণতন্ত্রের চর্চা হিসেবেই দেখে।

এম এ মান্নান বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থ দেয়নি বিশ্বব্যাংক। নিজস্ব অর্থে সেতু নির্মাণ করা হয়েছে। বিশ্বব্যাংককে পদ্মা সেতুর ছবি উপহার দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়েছেন, টাকা দেবেন না, এই যে দেখেন করেছি। 

আলোচনায় মূল বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) পরিচালক ড. শামসুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, আইসিসির সহসভাপতি এ. কে. আজাদ, এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিকেএমইএর সাবেক সভাপিত ফজলুল হক, ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার সামির এ সাত্তার, সংগঠনের সাবেক সভাপতি আবুল কাশেম খান, বিআইডিএসের সাবেক মহাপরিচালক মুস্তাফা কে মুজেরি, অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, ঢাকা ব্যাংকের চেয়ারম্যন আব্দুল হাই সরকার প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়