শিরোনাম
◈ কিছুদিনের মধ্যেই নির্বাচনের ঘোষণা আসবে: আসিফ নজরুল (ভিডিও) ◈ নতুন সংকট ভুয়া সমন্বয়ক: দুদক চেয়ারম্যান ◈ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি: কড়াকড়ি বজায়, সুদহার পরিবর্তন নেই ◈ উচ্চকক্ষ নিয়ে ঐকমত্য কমিশনে উত্তপ্ত বিতর্ক-উত্তেজনা, ‘দুঃখিত’ বলার পর শান্ত হলেন এনসিপি নেতারা ◈ ‘সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই এখন পর্যন্ত’ ◈ আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব ◈ শৈলকুপায় ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার অভিযোগে বিএনপি নেতাসহ আটক ৬ ◈ বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র, মাছ ধরার ট্রলার না যাওয়ার নির্দেশ ◈ মে‌সির ইন্টার মায়ামির নাটকীয় জয় ◈ “জাতীয় সরকারের প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল”, মির্জা ফখরুলের বক্তব্য খণ্ডন করলেন নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০১:০১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৭:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তমবারের মতো বাড়ল হজ নিবন্ধনের সময়

ছবি: সংগৃহীত

জাফর খান: আবারও বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়। এর মধ্য দিয়ে সপ্তম বারের মতো সময় বাড়ানো হলো। নতুন সময় অনুযায়ী আগামী ৫ এপ্রিল পর্যন্ত হজের নিবন্ধন চলবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন।

৩০ মার্চ পর্যন্ত সরকারি ও বেসরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য মোট নিবন্ধন করেছেন  ১ লাখ ১৮ হাজার ১৬০ জন। হিসাবানুযায়ী আরো ৯ হাজার ৩৮ জন এখনও নিবন্ধন করতে পারবেন। 

এর আগে গত সোমবার ৬ষ্ঠ দফায় তিনদিন সময় বাড়িয়ে ৩০ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের নতুন সময় ধার্য্য করা হয়েছিল। আর এই নতুন সময়ের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা পরিবর্তিত প্যাকেজের আওতায় ১১ হাজার ৭২৫ টাকা কমে নিবন্ধন করতে পারছেন। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (ডিএস) আবুল কাসেম মোহাম্মদ শাহীন বলেন, সরকারি-বেসরকারি কোটা পুরোটাই পূরণ হয়ে যাবে। আর সব সময়ই বেসরকারি কোটা আগে পূরণ হয়। এরপর সরকারি কোটা পূরণ হয়। তাই এ নিয়ে মন্ত্রণালয় চিন্তিত নয়। 

সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার ব্যবস্থা রয়েছে। এদিকে বেসরকারিতে ফাঁকা রয়েছে ৩ হাজার ৯৬৮ জন। সরকারিতে বাংলাদেশের জন্য কোটা বরাদ্দ ১৫ হাজার। 

জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ মার্চ) বাংলাদেশসহ বিশ্বের সব দেশের হাজিদের জন্য মিনায় তাঁবুর খরচ (এ বি সি ডি ক্যাটাগরি) কমিয়ে ১১ হাজার ৭২৫ টাকা (৪১৩ সৌদি রিয়াল) নির্ধারণ করায় ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের খাবারের টাকার সঙ্গে এই পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে। 

এদিকে খরচ কমানোর পর ছয়দিনে মোট নিবন্ধিতের সংখ্যা মাত্র ২ হাজার ২১ জন। পঞ্চম দফায় সময় বাড়ানোর পরেও কঙ্ক্ষিত সাড়া না মেলায় বাকি প্রায় ১০ হাজার হজযাত্রী পূরণ হবে কি না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

হজ অনুবিভাগের কর্মকর্তারা বলছেন, চলতি বছর বাংলাদেশ থেকে কতজন হজযাত্রী হজে অংশ নিতে পারবেন তা সৌদি সরকারকে জানানোর শেষ তারিখ আগামী ৯ মে। সেই হিসেবে এখনো হাতে আছে ১০ দিন। এর মধ্যে নির্ধারিত কোটা পূরণ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমএএস

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়