সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বৃহস্পতিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার সরকারি বাসভবন গণভবনে ইফতারের কোনো আনুষ্ঠানিক আয়োজন রাখেননি।
হাসান জাহিদ তুষার বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী পবিত্র মাহে রমজানেও সাশ্রয়ী নীতি অবলম্বন করেছেন। সেটারই অংশ হিসেবে তিনি এবার ইফতার পার্টি করবেন না। তার ব্যক্তিগত ইফতারও হবে সাদামাটা।
প্রধানমন্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগও কৃচ্ছসাধনের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো ইফতার পার্টির পরিকল্পনা নেই, এমনই জানিয়েছেন দলের উপদফতর সম্পাদক সায়েম খান।