মাজহার মিচেল: ভারতীয় সরকারের ঋণসহায়তায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দেশের প্রথম নলেজ পার্কের নির্মাণ কাজ।
উৎপাদন শিল্পে ছোট প্রযুক্তির ব্যাবহার নিশ্চিতকরণ ও শিল্পবর্জ্যকে কমিয়ে আনতে উন্নত গবেষণা ও প্রশিক্ষণের লক্ষ্যে চার একর জায়গা বেষ্টিত এ পার্কের নির্মান কাজের জন্য ব্যায় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।
তথ্য ও যোগোযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সঙ্গে নিয়ে শনিবার এই কাজের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, এই নলেজ পার্কের মাধ্যমে এখানকার তরুণ-তরুণীদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হলো। এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ছাত্র-শিক্ষদের জন্য উন্নত গবেষনার সুবিধার্থে থাকবে বিশেষায়িত ল্যাব। এছাড়াও গবেষনাকেন্দ্রিক স্টার্ট-আপের জন্য ফ্লোর ফ্যাসিলিটিসহ প্লাগ এন্ড প্লে সুবিধাও থাকবে।
তিনি বলেন, একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল গবেষণার জন্য পৃথকভাবে ইনক্লুসিভ রিসার্চ ফ্যাসিলিটি স্থাপনের মাধ্যমে এখানে এমন একটি ইনোভেশন কালচার সৃষ্টি করা হবে যেখানে সরকার এবং একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির ইন্টিগ্রেশনের মাধ্যমে আজীবন শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। জাতীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডার সাথে এই নলেজ পার্কের স্টার্ট-আপ এবং স্টেক হোল্ডারদের কোলাবোরেশন সৃষ্টি করা হবে।
এছাড়াও ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন বৃদ্ধির লক্ষ্যে এখানে ইন্টার্নশিপের ব্যবস্থা করা হলে অত্র এলাকার ইকোনোমির পুরো ইকোসিস্টেম পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাত ব্যাক্ত করেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এসময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ. কিউ. এম. মাহবুব ও ভারতীয় দূতাবাসের সহকারী রাষ্ট্রদূত ইন্দ্রজিৎ সাগরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএএ/এএ
আপনার মতামত লিখুন :