শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাছিমের সঙ্গে মতবিনিময়ে শেখ হাসিনার প্রশংসা অস্ট্রেলিয়ান এমপিদের 

কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম

এম এম লিংকন: অল্প সময়ে বাংলাদেশের এতবেশি উন্নয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়ার সংসদ সদস্যরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সঙ্গে মতবিনিময় করেছেন অস্ট্রেলিয়ার শ্নেতা ড. হিউ ম্যাকডারমট এমপি ও সাবেক মন্ত্রী প্যাট ফার্মার এএম (সাবেক ম্যাকার্থুর এমপি)। শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অস্ট্রেলিয়ার সিডনির একটি রেস্টুরেন্টে লেবার পার্টির উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সব দিক দিয়ে চলমান ও অসামান্য পারফরম্যান্সের জন্য হিউ ম্যাকডারমট এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি দেশের জন্য অসাধারণ কাজ করছেন। এত অল্প সময়ে একটি স্বল্পোন্নত দেশকে মধ্যম আয়ের দেশ করা অনেক কঠিন কাজ ছিল। শেখ হাসিনা তার সততার মাধ্যমে তা করে দেখিয়েছে। তার থেকে আমাদের অনেক কিছু জানার ও শেখার আছে।

বাহাউদ্দিন নাছিম ও শ্নেতা হিউ ম্যাকডারমট এমপি এবং প্যাট ফার্মার এএম (সাবেক মন্ত্রী ও ম্যাকার্থুর এমপি) এর মধ্যে বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়। তারা বাংলাদেশের নানা বিষয় সম্পর্কে জানতে চান। এতে পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, বিদ্যুৎ, দেশে পর্যাপ্ত খাদ্য উৎপাদন কিভাবে হলো সে বিষয় নিয়ে কথা বলেন। এছাড়া সরকার বিরোধী কিছু দলের অপপ্রচার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ, করোনা কালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে মোকাবেলা ও মানবাধিকার ইস্যুতে তারা কথা বলেন।

বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়েও ব্যাপক আলোচনা হয়। রোহিঙ্গারা কিভাবে তাদের নিজ দেশে ফিরে যেতে পারে ও রোহিঙ্গা ইস্যুতে অস্ট্রেলিয়া সহযোগিতার কথাও জানায়। এছাড়া অভিবাসন, বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসলে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ দুই দেশের ব্যবসা-বাণিজ্যে বৃদ্ধি করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বৃদ্ধি করার বিষয়েও আলোচনা হয়। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ডাঃ সিরাজুল হক,সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ আব্দুস সাদেক,পাঞ্চবোল ব্রি.লেবার পার্টির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী শিকদার, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি গবেষক ডঃ মাসুদুর রহমান ,বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ-সভাপতি মাহাবুবুর রহমান,সিডনি আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার হোসেন, আশরাফুল আলম লাবু, শহিদুল ইসলাম,জাহিদ হোসেন, মোসলেউর রহমান খুসবু, তরিকুল ইসলাম প্রমুখ।

এমএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়