শিরোনাম
◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:১০ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৮:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিওয়াইএফ সভাপতির কাছ থেকে সন্মাননা পেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সম্মাননা স্মারকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন জাহিদ আহসান রাসেল

আনিস তপন: আইসিওয়াইএফ সভাপতির কাছ থেকে  ‘Most Diligent and Resilient Performance Award’ পেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে উক্ত সম্মাননা স্মারকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন তিনি।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বের ৫৭ টি মুসলিম রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি অধিভুক্ত ইসলামিক কো-অপারেশন ইযুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রতিবছর ওআইসি ভুক্ত রাষ্ট্রের শহরগুলো থেকে একটি শহরকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে থাকে। 

সে পরিপেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০২০ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অধিকতর অর্থবহ এবং মুসলিম বিশ্বে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরা ও ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষ্যে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করার জন্য আবেদন করে।  

পরে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে রাজধানী ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঐ বছর নির্বাচিত হয়।

এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশ্বের ৮৯ টি দেশের প্রায় ৮ হাজার প্রতিযোগীর সরাসরি অংশগ্রহণে এক লক্ষেরও অধিক যুবদের যুক্ত করে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দশটি মেগা ইভেন্ট  আয়োজন করে। এসব ইভেস্টের মাধ্যমেই রাজধানী ঢাকাতে ওআইসি ইয়ুথ  ক্যাপিটাল ২০২০ উদযাপন করে। 

কোভিড ২০১৯ অতিমারির মধ্যেও ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল এর সব অনুষ্ঠান ও কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করায় ওআইসি’র যুব বিষয়ক সংগঠন আইসিওয়াইএফ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ‘Most Diligent and Resilient Performance Award’ পদকে ভূষিত করে।

আইসিওয়াইএফ এর সভাপতি তাহা আইয়ানের কাছ থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন।

এটি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়