সুজন কৈরী: [২] আটককৃতের নাম- মো. মিজানুর রহমান সুমন (৪৫)। শনিবার গুলশান-২ এর ডিএনসিসি মার্কেট সংলগ্ন নির্মাণাধীন ইকবাল টাওয়ারের সামনে থেকে বিয়ারসহ তাকে আটক করে র্যাব-১।
[৩] ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নোমান আহমদ জানান, আটক ব্যক্তি প্রাইভেটকারে বিয়ারগুলো নিয়ে ওই স্থানে অবস্থান করছিলেন। অভিযানকালে বিয়ার বহনে প্রাইভেটকার, ১টি মোবাইল ফোনসেট, মানিব্যাগ ও নগদ ১৬৫০টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি বিয়ার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
[৫] উদ্ধার বিয়ার আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।