শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:০১ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা সংকট সমাধানে চীনকে আন্তরিক বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের যথেষ্ঠ আগ্রহ রয়েছে এবং তারা আন্তরিক। চীন সব সময়ই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও জাপান সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জাতিসংঘ সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে এবং বিভিন্ন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে এই সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে সকল দেশ ঐক্যমত।

আমরা শান্তির কথা বলেছি। সব দেশ শন্তির পক্ষেই কথা বলেছে। সংকট সমাধানে আমরা আমাদের করণীয় করে যাচ্ছি।

মিয়ানমারের উস্কানিতে বাংলাদেশ পা দিবেনা উল্লেখ করে ড. মোমেন বলেন, জাতিসংঘ উদানিং অনেক দুর্বল হয়ে গেছে। বিভিন্ন দেশে তারা যুদ্ধ থামাতে পারছেনা এবং সুবিধাও করতে পারতেছেনা। 

তিনি বলেন, মানবাধিকার প্রশ্নে আমরা অত্যান্ত সোচ্চার। অন্যনান্য বহু দেশের তুলনায় আমাদের মানবাধিকার সমুন্নত। আমরা মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছি সেটা তারা (জাতিসংঘ) পছন্দ করেছে।

তারা যাদের গুমের কথা বলছে, দেখা গেছে তারা ভারতের জেলে আছে। জাতিসংঘের দেওয়া গুমের তথ্য ভুল, এই ভুলটা দুখঃজনক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ মনাবাধিকার কাউন্সিলে সদস্য পদে আমরা আগের মতো এবারও প্রতিদ্বন্দিতা করছি। আমাদের প্রস্তুতি খুব ভালো।

জয়ী হবো বলে আমার বিশ্বাস। কারণ, পৃথিবীতে মানবাধিকার প্রশ্নে আমরা একটি সোচ্চার দেশ।

র‌্যাবের সংস্কার প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যেকে তার (রাষ্ট্রদূত) নিজস্ব বক্তব্যে বলেও মন্তব্য করেন ড. মোমেন। একই সঙ্গে তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমরা আমাদে ইস্যুগুলো তুলে ধরেছি।

আমরা সব প্রক্রিয়াই গুরুত্বও সঙ্গে নিচ্ছি। আগামী মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়