শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব প্রতিষ্ঠানে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা, দরকার হবে না ক্যাশ-আউট

সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের লেনদেন ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে আন্তঃলেনদেন আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এরপর আর ক্যাশ আউট বা নগদ অর্থ বহনের দরকার হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার ঢাকার একটি হোটেলে অনলাইন লেনদেনসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর জানান, ‘সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি—সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন চালু করা সম্ভব হতে পারে ২০২৭ সালের জুলাইয়ের মধ্যেই।’

এই লক্ষ্যে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এ প্ল্যাটফর্ম গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে গেটস ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ‘মোজোলুপ’। নিরাপত্তাজনিত কারণে চুক্তি সই হয়েছে ভার্চুয়ালি।

গভর্নর বলেন, ‘লেনদেনের স্বচ্ছতা আনতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে।’

আগের উদ্যোগে সাড়া মিলেনি

মোবাইল ব্যাংকিং সেবাদাতাদের মধ্যে আন্ত লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংক ‘ইন্টারঅপারেবল’ পেমেন্ট সিস্টেম চালু করলেও তাতে সাড়া মেলেনি।

‘বিনিময়’ ও কিউআর কোডভিত্তিক পেমেন্ট ব্যবস্থাও তেমন জনপ্রিয় হয়নি। এমনকি গেটস ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত ব্র্যাক ব্যাংকের বিকাশও এ প্ল্যাটফর্মে সম্পৃক্ত হয়নি।

গেটস ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি লিড ন্সিগ্ধা আলী বলেন, ‘গেটস ফাউন্ডেশন কেবল অর্থায়ন করে, নীতিনির্ধারণে হস্তক্ষেপ করে না। বিকাশ হয়তো ব্যবসায়িকভাবে লাভজনক মনে করেনি, তাই অংশ নেয়নি।’

নতুন প্ল্যাটফর্মে বাড়বে প্রতিযোগিতা, কমবে খরচ

গ্রাহক পর্যায়ে লেনদেন ব্যয় কমাতে ভর্তুকির সম্ভাবনা নিয়ে আলোচনায় বাংলাদেশ ব্যাংকের পরিচালক শারাফত উল্লাহ খান বলেন, ‘প্রতিযোগিতা বাড়লে খরচ স্বাভাবিকভাবেই কমবে। প্রয়োজনে ভর্তুকির বিষয়ও বিবেচনা করা যেতে পারে।’

গভর্নর শেষ পর্যন্ত বলেন, ‌‌‘গেটস ফাউন্ডেশনের সহায়তায় নতুন ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্ম পুরো লেনদেন ব্যবস্থাকে ক্যাশলেস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়