শিরোনাম
◈ জামায়াতের সতর্কতামূলক চিঠি, মিম্বারে বসেই ছিঁড়ে ফেললেন খতিব! (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিমান হামলায় আফগানিস্তানে  তিন ক্রিকেটারসহ নিহত ৮, নিন্দা আফগান ক্রিকেট বো‌র্ডের ◈ ইসরা‌য়ে‌লে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ, আমেরিকাই গাজা যুদ্ধের মূল স্থপতি: গ‌বেষণা ◈ ও‌য়েস্ট ই‌ন্ডিজ থে‌কে বাংলাদেশ অ‌নেক শ‌ক্তিশালী: কোচ ড‌্যা‌রেন স্যামি  ◈ ক্রিকে‌টে আগামী বছর থে‌কে চালু হচ্ছে টেস্ট-টোয়েন্টি ◈ ছি‌লেন বিমানচালক এখন জিম্বাবুয়ে দলে অলরাউন্ডার নাকভি ◈ চাইনিজ তাইপের কাছে হেরে গে‌লো বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ সই হলো জুলাই সনদ, সংশয় কি কাটলো? ◈ পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হামলা-লুটপাট, ভিডিও ভাইরাল ◈ চট্টগ্রামে ৮ কারখানা বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি মালিকদের জন্য সুখবর: নতুন নির্দেশনা অনুযায়ী নামজারি বাতিল হবে না

বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় এক ঐতিহাসিক রায় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোনো ভূমি মালিকের নামজারি আবেদন বাতিল বা খারিজ করা যাবে না। ছোটখাটো ভুল বা নথিপত্রের ঘাটতি থাকলেও আবেদন অবশ্যই গ্রহণ করতে হবে এবং আবেদনকারীকে নির্দিষ্ট সময় দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধনের সুযোগ দিতে হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো এসিল্যান্ড (AC Land) কর্মকর্তা অযৌক্তিকভাবে নামজারি আবেদন রিজেক্ট করেন, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্তকে দেশের ভূমি ব্যবস্থাপনায় এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে, যা সাধারণ ভূমি মালিকদের হয়রানি কমাবে এবং প্রশাসনিক জটিলতা দূর করবে।

অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো বৈধ ভূমি মালিককে নামজারি থেকে বঞ্চিত করা যাবে না। সরকারি কর্মকর্তা জনগণের শাসক নয়, বরং সেবক হিসেবে কাজ করবেন—এমন নির্দেশনাও দিয়েছেন তিনি।

নামজারি সংক্রান্ত অভিযোগ ও হয়রানি প্রতিরোধে সরকার হটলাইন ১৬১২২ চালু রেখেছে, যা আরও হালনাগাদ করা হয়েছে। ভূমি মালিকরা এই নাম্বারে ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া নতুন প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নামজারি আবেদনের পর সর্বোচ্চ ২৮ কর্মদিবসের মধ্যে নামজারি সম্পন্ন করতে হবে। এর আগে এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা না থাকায় অনেক ভূমি মালিক মাসের পর মাস অপেক্ষায় থাকতেন। এবার সেই জটিলতা দূর হচ্ছে—এখন নির্দিষ্ট সময়ের মধ্যেই নামজারি সম্পন্ন করা বাধ্যতামূলক।

সরকারের মতে, এই সিদ্ধান্ত কেবল ভূমি মালিকদের জন্য স্বস্তি নয়, বরং রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে। কারণ, নামজারি ছাড়া কোনো ভূমি মালিক খাজনা দিতে পারেন না। ফলে নামজারি প্রক্রিয়া সহজ হলে সরকারও রাজস্ব আয় বাড়াতে পারবে।

অবশেষে বলা যায়, এই ঐতিহাসিক রায়ের ফলে এখন থেকে দেশের কোনো বৈধ ভূমি মালিক আর নামজারি থেকে বঞ্চিত হবেন না। জনগণের হয়রানি কমবে, দুর্নীতি হ্রাস পাবে, আর ভূমি প্রশাসন আরও জবাবদিহিমূলক ও জনগণের সেবায় নিবেদিত হবে। সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়