সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্যের বিস্তার নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-কে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে নিজেদের 'অসহায়' অবস্থা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বাকস্বাধীনতার প্রশ্নে কঠোরতা এড়াতে গিয়ে তাদের 'অত্যাচারিত' হতে হচ্ছে।
আইজিপির মন্তব্যের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
গুজবের বিস্তার ও জনমনে বিভেদ: একজন সাংবাদিক প্রশ্ন তোলেন যে, গত ১৫ মাসে 'আনোয়ার টিভি, ঝামেলা টিভি'র মতো বিভিন্ন মাধ্যমে সাইবার ক্রাইম, মিসইনফরমেশন ও ফেক নিউজ এতটাই বৃদ্ধি পেয়েছে যে জনমনে বিভেদ সৃষ্টি হচ্ছে। এর ফলে জনগণ সত্য-মিথ্যা এবং গুজব চিহ্নিত করতে পারছে না।
জবাবে আইজিপি স্বীকার করেন যে, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ফেক নিউজের এই জায়গাটায় তারা 'খুবই অসহায়'। তিনি জানান, সরকার 'ফ্রিডম অফ এক্সপ্রেশন'-এর ওপর কোথাও কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না এবং এই উদারতার কারণে তাদের 'অনেক বেশি ইনফ্যাক্ট অত্যাচারিত' হতে হচ্ছে।
আইজিপি উল্লেখ করেন যে, তারা ডিজিটাল নিরাপত্তা আইনে 'হার্ডলি এনি' বা কদাচিৎ মামলা রুজু করছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, বিগত ১৫ বছরের 'ফ্যাসিস্টের' সময়ে এই আইনের নামে যাকে তাকে আটক করা, অরেস্ট করা বা মামলায় দিয়ে জেল দেওয়া হতো। তিনি চান না যে সেই 'কলঙ্ক তিলক' বর্তমান আইন-শৃঙ্খলা বাহিনীর উপরে আসুক।
সমাজের ওপর দায়িত্ব: আইজিপি বলেন, এটি একটি 'ট্রাডিশনাল টাইম' এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি উদার। তিনি মনে করেন, সমাজকেই ঠিক করতে হবে যে বাকস্বাধীনতাকে 'কতদূর পর্যন্ত আমরা নিব'। সূত্র: দেশটিভি