শিরোনাম
◈ বড় সুখবর প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য ◈ নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ◈ আরও সাড়ে তিন মাস বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ◈ ঢাকা-৯ আসনে বিএনপির ফাঁকা আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির ডা. তাসনিম জারা ◈ সরকারকে সতর্ক করল বিএনপি: জুলাই জাতীয় সনদের লিখিত বিষয়ের বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় ◈ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ◈ ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ ঘিরে কঠোর অবস্থানে সরকার, সন্ত্রাসীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ চাঁদাবাজ ও লু‌টেরা‌দের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো: হাসনাত আবদুল্লাহ   ◈ পরমাণু অস্ত্র নয়, ইরানের বৈজ্ঞানিক অগ্রগতি দে‌খে পশ্চিমাদের য‌তো উদ্বেগ ◈ ‌দি‌ল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম ভেঙে তৈ‌রি হ‌চ্ছে অত‌্যাধু‌নিক স্পোর্টস সি‌টি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩১ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এবং এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সকাল ৯টা থেকে প্রায় আধঘণ্টাব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির সম্ভাবনা, বর্তমান সহযোগিতা এবং ভবিষ্যৎ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্রটি আরও জানায়, গত জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পাল্টা শুল্কবিষয়ক আলোচনায় যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পণ্য আমদানির বিষয়ে সমঝোতা হয়। সেই ধারাবাহিকতায় এলএনজি-সহ বেশ কয়েকটি খাতে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয় সামনে আসে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি বাংলাদেশের কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে। এটি দেশের প্রথম এলএনজি আমদানির স্থাপনা, যা গ্যাস সংরক্ষণ ও পুনরুৎপাদনের কাজ করছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সামিট গ্রুপ পরিচালিত দ্বিতীয় টার্মিনালেও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

এ ছাড়া ভবিষ্যতে পটুয়াখালীর পায়রায় এক্সিলারেট এনার্জির আরেকটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

গত ৩০ আগস্ট শুরু হওয়া সফরে পিটার হাস মহেশখালী টার্মিনাল পরিদর্শনে যান। সাবেক মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন শেষে এটি তাঁর একাধিক সফরের একটি। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন। অবসরে যাওয়ার পর ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তিনি এক্সিলারেট এনার্জিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে যোগ দেন।

রাষ্ট্রদূত থাকাকালে পিটার হাস বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে আলোচনায় ছিলেন। তাঁর কর্মকৌশল ও উপস্থিতি ঘিরে দেশে-বিদেশে বেশ কৌতূহল তৈরি হয়েছিল। আর এবার এলএনজি খাতে সহযোগিতার নতুন অধ্যায় তৈরি করতে আবারও আলোচনায় এলেন তিনি। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়