শিরোনাম
◈ ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও পরিবারের ৮ হাজার কোটি টাকার লেনদেন ◈ সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে, কৌতূহল ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে ◈ সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব, হামলার নেপথ্য কারন যা জানাগেল ◈ এবার জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন ◈ ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক রহমান-বাবরের খালাসের রায় আপিল বিভাগেও বহাল ◈ বিশ্বের যে কোনও প্রান্তে আঘাত হানতে সক্ষম চিনের নতুন মারণাস্ত্র, হিরোশিমা বোমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী! ◈ চেন্নাই সুপার কিং‌সের চেয়ারম্যান পদে ফিরলেন সেই বিতর্কিত শ্রীনিবাসন  ◈ গাজীপুরে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৬০ দোকান ◈ আ‌মে‌রিকার নেতৃত্বাধীন বিশ্বব্যবস্থার বিরুদ্ধে চীনের জোরালো বার্তা

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হে পাগলা বাবা, আমাদের দরকার ইউনুস সরকার’

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে নতুন একটি চিঠি পাওয়া গেছে, যেখানে লেখা রয়েছে, ‘নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার।’ শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা উদ্ধার করা হয়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে এসব টাকার গণনা শুরু হয়। পাশাপাশি, সেখানে নামহীন ও বেনামে অসংখ্য চিঠিও পাওয়া গেছে।

একটি চিঠিতে লেখা ছিল, ‘হে পাগলা বাবা, তোমার দোয়ার বরকতে নির্বাচন চাই না, আমাদের দরকার ইউনুস সরকার, তুমি দোয়া করো যেন নির্বাচন না হয়, দোয়া রহিল, ইতি সাধারণ জনগণ।’

এ বছর ৪ মাস ১৮ দিন পর দানবাক্সগুলো খোলা হয়। পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মাদরাসা, এতিমখানা, রূপালী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক লোক গণনায় অংশ নেন। তিন মাস পর পর দানবাক্স খুললেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। এর পাশাপাশি নতুন করে দুইটি দানবাক্স বসানো হয়েছে।

এর আগে ১২ এপ্রিল, ৪ মাস ১২ দিন পর পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা উদ্ধার হয়েছিল। এছাড়াও, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গিয়েছিল।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, এবং সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়