শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে 'নন-ডিসক্লোজার' চুক্তি প্রকাশযোগ্য নয়: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন ◈ দেশ চালাবেন রাজনীতিবিদরা, এই সরকার না, এজন্যই নাম অন্তর্বর্তী সরকার: আলী রীয়াজ ◈ নির্বাচনের আগে সংস্কার, বিচার ও প্রশাসনের নিরপেক্ষতার প্রতিশ্রুতি চায় এনসিপি ◈ নির্বাচিত সংসদের বাইরে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই: সালাহউদ্দিন আহমদ ◈ জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যার বিচার শুরু ◈ যারা হতাশ হয়, তারা সারা জীবনই হতাশ থাকে: মির্জা ফখরুল ◈ অস্ত্রভান্ডার শ‌ক্তিশালী কর‌তে শতাধিক ব্রহ্মস ‌ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিনবে ভারত! ৬৭,০০০ কোটি টাকার চুক্তিতে অনুমোদন ◈ আমার খেলার মান সবার জানা, এটা প্রমাণ করার কিছু নেই: নেইমার ◈ নেতাদের অবকাশযাপনের সিসিটিভি ফুটেজ ফাঁস প্রাইভেসি লঙ্ঘন: এনসিপি ◈ হাসিনা-উত্তর বাংলাদেশের নতুন রাজনৈতিক দৃশ্যপট!

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন পিটার হাস, কক্সবাজারের তথ্য গুজব

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির চার নেতা কক্সবাজারে গিয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ করেছেন, এমন গুঞ্জনে বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু জানা গেছে, কক্সবাজারে নয়, বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন পিটার হাস।

মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে একাধিক মাধ্যমে নিশ্চিত হয়েছে পিটার হাস ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতা মঙ্গলবার সকালে কক্সবাজারে যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। সেখানে একটি হোটেলে তারা পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে একাধিক টেলিভিশনের খবরে বলা হয়। 

তবে হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান জানিয়েছেন, আমাদের হোটেলে পিটার হাস তো দূরের কথা, কোনও বিদেশি অতিথি নেই। বৈঠকের প্রশ্নই ওঠে না।

এর আগে সকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, সেখানে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করছেন পিটার হাস। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে বিষয়টিকে ‘অপপ্রচার’ দাবি করে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেছেন, ‘আমরা কক্সবাজারে ঘুরতে এসেছি।’

একই কথা বলেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বৈঠকের বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই হয়নি। আমরা জাস্ট ঘুরতে এলাম।’

বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটযোগে এনসিপির নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন এবং ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে আসেন বলে জানিয়েছে পুলিশ। হোটেলের মাইক্রোবাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়