শিরোনাম
◈  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা ◈ প্রয়োজন হলে কবর থেকে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে: গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই: প্রেস সচিব ◈ ভালো মানুষ না হলে কখনোই দেশ এবং জাতির উন্নতি সম্ভব না: সেনাপ্রধান (ভিডিও) ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ২২ ম‌্যা‌চের তিন‌টি জি‌তে‌ছে বাংলা‌দেশ ◈ উটের চোখের পানিতে যেভাবে নিষ্ক্রিয় ২৬টি সাপের বিষ! (ভিডিও) ◈ চিকিৎসার অভাবে মারা গেলেন তেলেগু অভিনেতা ফিশ ভেঙ্কট, খরচ তুলতে গিয়ে পরিবার পড়েছিল প্রতারণার ফাঁদে! ◈ বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের ◈ কনসার্টে পরকীয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর সেই মার্কিন সিইও বরখাস্ত ◈ সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৫, ০৩:০৩ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিটফোর্ড হাসপাতালে ব্যবসায়ী হত্যা: পরিকল্পনাকারীর নাম বললেন তিন আসামি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিন আসামি। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় তারা জবানবন্দি দেন।

আদালতে জবানবন্দি দেওয়া তিন আসামি হলেন—টিটন গাজী, আলমগীর ও মনির ওরফে ছোট মনির। তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জবানবন্দিতে হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে মাহমুদুল হাসান মহিনের নাম। তার সঙ্গে লাল চাঁদের ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এর আগে জানান, পল্লী বিদ্যুতের চোরাই তার ব্যবসা নিয়ে দ্বন্দ্ব থেকেই লাল চাঁদকে হত্যা করা হয়। অভিযুক্ত ও ভুক্তভোগী একে অপরের পূর্বপরিচিত ছিলেন।

তিনি আরও জানান, ৯৯৯–এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে গিয়ে দেখতে পায়, অভিযুক্ত ব্যক্তিরা ‘চাঁদাবাজদের জায়গা নাই, ব্যবসায়ীদের ভয় নাই’—এই স্লোগান দিয়ে জনমত গঠনের চেষ্টা করছেন।

প্রসঙ্গত, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে প্রকাশ্যে লাল চাঁদকে পিটিয়ে ও ইট-পাথর ছুড়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের নৃশংসতায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এই ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় হত্যা মামলা হয়। এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন: রেজওয়ান উদ্দিন, নান্নু কাজী, সজীব ব্যাপারী, রাজীব ব্যাপারী, টিটন গাজী, মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন, আলমগীর ও ছোট মনির। তাঁদের মধ্যে কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। উৎস: ইত্তেফাক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়