শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২৫, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দলবদ্ধ সহিংসতা বা ‘মব’ ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রবিবার রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগে এমন অনেক ঘটনার খবর পেতাম না। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত তথ্য ছড়িয়ে পড়ায় আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারছি। যদিও সামগ্রিকভাবে মবের ঘটনা কমেছে, কিছু এলাকায় এখনো বাড়ছে। এসব বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে।’

তিনি আরও জানান, ‘রংপুরের এক মব ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে এলাকায় থাকতে দেওয়া হবে না। তাকে আইনের মুখোমুখি করতেই হবে।’

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক দায়িত্ব নয়। নির্বাচন কমিশন, প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। নির্বাচন সুষ্ঠু করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি মানে শুধু অভিযোগ নয়, মাঠে থেকে জনগণের আস্থা অর্জন করা। সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়