শিরোনাম
◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ১০:১০ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সংস্কারে সহায়তা ও যুব সম্পৃক্ততায় আগ্রহী কমনওয়েলথ, চলতি মাসেই ঢাকায় যুব কর্মসূচি

মনিরুল ইসলাম: কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বোচওয়ে বলেছেন, আগামী বছরের জাতীয় নির্বাচন ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ চাইলে সহায়তা করতে প্রস্তুত রয়েছে সংস্থাটি।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বোচওয়ে বলেন, “বাংলাদেশ যদি সাংবিধানিক সংস্কারসহ রাজনৈতিক পরিবর্তনের জন্য সহায়তা চায়, তাহলে আমরা পাশে থাকতে আগ্রহী। গণতন্ত্র ও সুশাসনের বিকাশ আগামী পাঁচ বছরে কমনওয়েলথের অন্যতম অগ্রাধিকার।”

তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির দিকেও সংস্থাটি গুরুত্ব দিচ্ছে। বর্তমানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর বার্ষিক বাণিজ্য প্রায় ৮৫০ বিলিয়ন ডলার, যা আগামী কয়েক বছরে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

জাতীয় নিরাপত্তা, শিক্ষা ও ক্রীড়া খাতেও কমনওয়েলথের সহযোগিতা চেয়ে অধ্যাপক ইউনূস বলেন, “ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি সামাজিক উন্নয়নের হাতিয়ার। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্রীড়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে।”

কমনওয়েলথ মহাসচিব জানান, চলতি জুন মাসেই ঢাকায় একটি যুব প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কমনওয়েলথভুক্ত ১.৫ বিলিয়ন তরুণ জনগোষ্ঠীকে সক্রিয় সম্পৃক্ত করতে তাদের একাধিক কর্মসূচি চালু রয়েছে।

এছাড়া কমনওয়েলথ বৃত্তিগুলো পুনর্গঠনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়