বাংলাদেশে চীনের সামরিক বাহিনীর উপস্থিতি নিয়ে আমেরিকার গোয়েন্দা রিপোর্ট সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদনটি সত্য নয় বলেও স্পষ্ট করেছেন তিনি।
বুধবার (২৮ মে) বাণিজ্য উপদেষ্টার শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রদূত জানান, আগামী শনিবার চীনের বাণিজ্যমন্ত্রী ও তার সঙ্গে বৃহৎ প্রতিনিধি দল ঢাকায় আসছেন। এই সফরে এবং বাণিজ্যিক এমওইউ স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।
বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, চায়নার সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটাতে প্রথমবারের মতো চায়নায় শুল্ক মুক্ত ভাবে আম রপ্তানি হচ্ছে। এছাড়া চীন বাংলাদেশ থেকে চামড়া আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ, পাকিস্তান ও মিয়ানমারসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে চীন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবিই করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) কর্তৃক প্রকাশিত ‘বার্ষিক হুমকি মূল্যায়ন’ প্রতিবেদনে এ দাবি করা হয়। উৎস: নিউজ২৪