শিরোনাম
◈ পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর, অভিযোগ ডিএনসিসির ◈ উপদেষ্টা আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক (ভিডিও) ◈ নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন আসাদ আলম ◈ ভারত পুশ-ইনের ঘটনায় চিঠির জবাব দেয়নি: তৌহিদ হোসেন ◈ যে কারণে এই ৩৩ দেশে সন্ত্রাসবিরোধী প্রচার চালাবে ভারত ◈ বিএনপি-এনসিপি বাকযুদ্ধ, রাজনৈতিক দ্বন্দ্ব কি বাড়ছে? ◈ অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলার অভিযোগ ◈ এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া; চেয়ারম্যানের অপসারণ দাবি ◈ টিসিবি‘র তেল, ডাল ও চিনির নতুন দাম নির্ধারণ ◈ ১ শতাংশ হিসাবধারীর দখলে দেশের ৪২ শতাংশ আমানত : পিআরআই

প্রকাশিত : ২১ মে, ২০২৫, ১২:৩০ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৫, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৪ সালে শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

২০২৪ সালে শেনজেন ভিসার আবেদন প্রত্যাখ্যানের দিক থেকে বিশ্বের শীর্ষ তিন দেশের মধ্যে রয়েছে কোমোরোস, বাংলাদেশ ও পাকিস্তান। শেনজেনভিসাইনফো প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই তিন দেশের নাগরিকদের আবেদনের তুলনায় ভিসা বাতিলের হার ছিল সবচেয়ে বেশি, যা ইঙ্গিত দেয়—তাদের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা ছিল অন্যদের চেয়ে বেশি।

২০২৪ সালে কোমোরোসের নাগরিকরা মোট ২,৮৫৩টি শেনজেন ভিসার আবেদন জমা দেন। এর মধ্যে ১,৭৫৪টি ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। ভিসা বাতিলের হার সর্বোচ্চ ৬২ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশী নাগরিকদের জন্যও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে বাংলাদেশীরা ৩৯,৩৪৫টি ভিসার জন্য আবেদন করেন। তার মধ্যে ২০,৯৫৭টি আবেদন বাতিল হয়। প্রত্যাখ্যানের হার ৫৪ দশমিক ৯ শতাংশ।

এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালেও পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তখন বাংলাদেশীরা ৪১,৩১৭টি শেনজেন ভিসার আবেদন করেন। যার মধ্যে ১৭,০১৫টি আবেদন প্রত্যাখ্যাত হয়। সেবার আবেদন বাতিলের হার ছিল ৪২ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রত্যাখ্যানের হার প্রায় ১২ শতাংশ বেড়েছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে বাংলাদেশীদের সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে সুইডেন। দেশটি বাংলাদেশীদের ১৭,৯১৭টি আবেদনের ৬৭ দশমিক ৫ শতাংশই বাতিল করেছে।

ভিসা বাতিলের হারে এরপরের নামটিই পাকিস্তান। দেশটির নাগরিকরা ২০২৪ সালে শেনজেন ভিসার জন্য ৭৮,৩৬২টি আবেদন জমা দেন। তার মধ্যে ৩৫,১৩৯টি আবেদন প্রত্যাখ্যান করা হয়, অর্থাৎ ৪৭.৫ শতাংশ আবেদনই বাতিল হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়