শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ১২:০২ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত থেকে এভাবে 'পুশ–ইন' সঠিক নয়: নিরাপত্তা উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মুহূর্তে বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত দিয়ে ভারত থেকে মানুষ প্রবেশ (পুশইন) করানোর বিষয়টিকে পুরোপুরি ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) ড. খলিল বলেন, ভারত থেকে জোর করে মানুষ প্রবেশ করানোর খবর আমরা পাচ্ছি। দেশের নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তা জানাতে হবে। এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। নয়াদিল্লির কাছে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে জোরপূর্বক প্রবেশের বিষয়টির দিল্লির নোটিশে আনা হয়েছে। তাদের বলা হয়েছে- কোনো বাংলাদেশি নাগরিক হলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের পাঠানো যেতো। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রতিটি ‘পুশ-ইন’ এর ব্যাপারে বাংলাদেশ আলাদাভাবে যাচাই করছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ২৪ ঘণ্টায় প্রায় শতাধিক মানুষকে পুশ-ইনের ঘটনা ঘটেছে বলে বিজিবি’র মাধ্যমে রিপোর্ট পেয়েছে সরকার।

কুড়িগ্রামে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের রৌমারী বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা গণমাধ্যমকে জানান, সীমান্ত এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা জানিয়েছে যে, বিএসএফ সদস্যরা তাদের বুধবার ভোরে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়েছে। ড. খলিল বলেন, আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। যদি প্রমাণ হয় তারা বাংলাদেশের নাগরিক, তাহলে আমরা তাদের গ্রহণ করব। তবে এটি হতে হবে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে। ‘পুশ-ইন’ কোনো অবস্থাতেই সঠিক পদ্ধতি নয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়