শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬, এ পর্যন্ত যা যা ঘটল ◈ ভারতীয় ৩টি রাফাল, ১টি সুখোই-৩০, ১টি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত, আরো যা জানাগেল ◈ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভয়াবহ যে ক্ষতির মুখে ভারত ◈ এবার ভারতের দাবি, পাকিস্তানে হামলায় ৮০ জনের বেশি জঙ্গি নিহত ◈ পাকিস্তানের অভ্যন্তরে যে ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত ◈ সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের তথ্যমন্ত্রীর ◈ ভারত-পাকিস্তান উত্তেজনায় চীনের উদ্বেগ ◈ নিজের মতো সময় এবং জায়গা বেছে নিয়ে এটার জবাব দেবে পাকিস্তান: লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ◈ ‘লোইটারিং মিউনিশনস’ দিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত, এটি যেভাবে কাজ করে ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০১:২৪ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো?

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

সোমবার (৫ মে) তাদের মধ্যে ফোনালাপ হয় বলে জানিয়েছে ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস।

আলোচনাকালে উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ ও একতরফা পদক্ষেপ, যার মধ্যে সিন্ধু পানি চুক্তির ধারা একতরফাভাবে স্থগিত করার সিদ্ধান্তও রয়েছে—সে বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের ওপর জোর দেন।

তিনি উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
উভয় পক্ষই পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার পারস্পরিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উচ্চ পর্যায়ের নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়েও আলোচনা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়