শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ৩০ জুন, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বললেন

মনজুর এ আজিজ: বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। যে কারণে উচ্চ আদালতে বিচারাধীন মামলার ওপর আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার কোনও সুযোগ নেই। সোমবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, মামলা করতে তো কোন বাধা নেই। যে কেউ চাইলে মামলা করতে পারে। কিন্তু কেউ বাণিজ্যিক উদ্দেশ্যে মামলা করছে কিনা, বা মামলার বস্তুনিষ্ঠতা আছে কিনা, তা জানতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, কোন মামলা কার্যতালিকার কত নম্বরে আসবে বা কবে শুনানি হবে, তা আদালত ঠিক করে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই। তিনি বলেন, আগে যে সরকার ছিল, সেটা একটা ফ্যাসিস্ট সরকার। তারা কোন নিয়মনীতি মানতো না। তারা একজন প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দিয়েছিল। আমরা তো সেই সরকার না। আমাদের কোন এখতিয়ার নেই উচ্চ আদালতের বিষয়ে হস্তক্ষেপ করার।

ঝিনাইদহে শিশু আছিয়া হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, মামলার বিচারকাজ শুরু হয়েছে। মামলার চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচারকাজ পরিচালনা করছে। আমরা আশা করছি খুব দ্রুত রায় পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়