শিরোনাম
◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা ◈ চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক ◈ শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ এনসিপির পদযাত্রা কতটা সাড়া ফেললো? ◈ কুমিল্লার চান্দিনায় সব্জি বাগানের আড়ালে গাঁজা চাষ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

৯৪৭ বোতল ফেনসিডিল ও প্রাইভেট কারসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও  মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নূর আলম (৪৪) ও মোঃ মোজাম্মেল হক (৩৮)।

বুধবার গভীর রাতে  যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে  তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে  ডিবি-লালবাগ বিভাগের  লালবাগ জোনাল  টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি নূর আলম ও মোজাম্মেলকে ৯৪৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য বিশেষ করে গাঁজা ও ফেনসিডিল  সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়