শিরোনাম
◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ◈ গোপালগঞ্জ নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়া দাফন-সৎকার সম্পন্ন ◈ আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের ◈ রাজনী‌তি‌তে অশ‌নি সং‌কেত গোপালগঞ্জের ঘটনা, বলছেন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা ◈ শচীনকন্যা সারার সঙ্গে চোখাচোখি ভারত অধিনায়কের! আবার শুরু প্রেমের জল্পনা ◈ হা‌বিবুল বাশার সুমন‌ নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান ◈ গোপালগঞ্জে কাদের গুলিতে চারজন নিহত? ◈ ফিরে দেখা ১৮ জুলাই: ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সংঘর্ষ, সারাদেশে নিহত ৩১

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না এ বিষয়ে করা রুলের শুনানির জন্য হাইকোর্ট আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছে।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ আজ শুনানির সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সময় প্রার্থনার পর এই তারিখ দেন।

শুনানিকালে চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে বলেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। তাই তার জামিন প্রার্থনা করেন তিনি।

হাইকোর্ট তার জামিন বিষয়ে বলেন,  রুলের ওপর শুনানির পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন চেয়ে করা আবেদনের পর গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে। রুলে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।

ওই দিন শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও অনীক আর হক জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, জাতীয় পতাকার অবমাননার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে।

চিন্ময়ের পক্ষে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন জমা দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়