শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৭ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিন্ময় কৃষ্ণের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না এ বিষয়ে করা রুলের শুনানির জন্য হাইকোর্ট আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছে।

বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ আজ শুনানির সময় রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সময় প্রার্থনার পর এই তারিখ দেন।

শুনানিকালে চিন্ময় কৃষ্ণের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য আদালতকে বলেন, তার মক্কেল শারীরিকভাবে অসুস্থ এবং বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। তাই তার জামিন প্রার্থনা করেন তিনি।

হাইকোর্ট তার জামিন বিষয়ে বলেন,  রুলের ওপর শুনানির পর এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন চেয়ে করা আবেদনের পর গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করে। রুলে বলা হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে ব্যাখ্যা দিতে হবে।

ওই দিন শুনানিকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আরশাদুর রউফ ও অনীক আর হক জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, জাতীয় পতাকার অবমাননার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকার রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দিয়েছে।

চিন্ময়ের পক্ষে অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্য গত ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন জমা দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়