শিরোনাম
◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'টিপকাণ্ড' ঘিরে মানহানির মামলা: ১৬ তারকাকে আসামি করলেন সেই চাকরিচ্যুত পুলিশ সদস্য

২০২২ সালের আলোচিত সেই ‘টিপকাণ্ড’-এর জেরে তেজগাঁও কলেজের সহযোগী অধ্যাপক ড. লতা সমাদ্দার, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মলয় মালা এবং শোবিজ অঙ্গনের ১৬ জন তারকার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে মামলাটি দায়ের করেন টিপকাণ্ডে চাকরি হারানো পুলিশ কনস্টেবল নাজমুল তারেক। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শেরেবাংলানগর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ২ এপ্রিল রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের পোশাক পরা এক ব্যক্তি লতা সমাদ্দারকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন বলে অভিযোগ তোলেন তিনি। এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন লতা, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

পরে শোবিজ অঙ্গনের অনেক তারকা লতার পাশে দাঁড়িয়ে টিপ পরা ছবি দিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান।

চারকিচ্যুত পুলিশ সদস্য নাজমুল তারেকের অভিযোগ, অভিযুক্তরা ইচ্ছাকৃতভাবে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন এবং সামাজিক মাধ্যমে তাকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়িয়েছেন, যার ফলে তিনি পেশাগত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মামলায় যেসব তারকাদের নাম উল্লেখ করা হয়েছেন, তারা হলেন- অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, অভিনেতা আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, প্রাণ রায়, সায়মন সাদিক, মনোজ প্রামাণিক, স্বাধীন খসরু, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনেত্রী আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, উর্মিলা শ্রাবন্তী কর, দেবী সান, নাজনীন নাহার চুমকি, সুষমা সরকার ও কুসুম সিকদার।

এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, নাজমুল তারেক তার চাকরি ফিরে পাওয়ার জন্য প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবরও আবেদন করেছেন। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়