শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রোহিঙ্গা প্রত্যাবাসনে জটিলতা বাড়াচ্ছে আরাকান আর্মি, জাতীয় স্বার্থে আলোচনা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।আজ শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।

সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না। আবার তাদের এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। তবে, জাতীয় স্বার্থে আলোচনায় বসা যেতে পারে। ’

দুই মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে দেশ থেকেই ৮০ ভাগ সমস্যা তৈরি হয়। পরে দূতাবাসগুলোকে তা সামলাতে হয়। এ জন্য প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।

কলকাতার তৎকালীন পাকিস্তান হাইকমিশনের কূটনীতিবিদ হোসেন আলীর নেতৃত্বে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। দিনটির স্মরণে প্রতিবছর ১৮ এপ্রিলকে ‘ফরেন সার্ভিস ডে’ হিসাবে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ফরেন সার্ভিসের কর্মকর্তাদের আরোও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কূটনীতিবিদ হুমায়ুন কবীর বলেন, ‘আজকের পৃথিবীর বাস্তবতা গেল পাঁচ দশকের চেয়ে ভিন্ন। নতুন বাস্তবতার আলোকে পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়