শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়া ও সম্পদ ফেরতের তাগিদ বাংলাদেশের (ভিডিও)

একাত্তরে বাংলাদেশে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সেই সময়ে বাংলাদেশের সম্পদ ফেরত দেওয়াসহ পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের তাগিদ দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানও এসব বিষয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এ কথা বলেন। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিকালে বৈঠকটি হয়।

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, বৈঠকে একাত্তরে পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি তোলে বাংলাদেশ। একাত্তরে পাকিস্তানের কাছে পাওনা ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চাওয়া হয়।

পাকিস্তানের সঙ্গে স্থবির সম্পর্ক জাতীয় স্বার্থের কথা চিন্তা করেই এগিয়ে নেবে বাংলাদেশ- এ কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব বলেন, ঐতিহাসিকভাবে অমীমাংসিত ইস্যু সমাধানের জন্য আলোচনা করা হয়। বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশে আটকে পড়া ৩ লাখ ২৫ হাজার পাকিস্তানিকে ফেরত নেওয়ার বিষয়টিও বৈঠকে ওঠায় বাংলাদেশ।

এসব অমীমাংসিত বিষয়ে ভবিষ্যতে আলোচনা চালিয়ে নিতে পাকিস্তান সম্মত জানিয়ে জসিম উদ্দিন বলেন, ‘দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করাই আমাদের লক্ষ্যি। আগামী ২৭ এপ্রিল ঢাকা আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সামরিক ও প্রতিরক্ষা যোগাযোগ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।’

খুব শিগগির বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালু হবে বলে জানান জসিম উদ্দিন। বলেন, বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে বৈঠকে জোর দিয়েছে দুই দেশ।

এর আগে সচিবালয়ে বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যা য়ে বৈঠক হয়। তাতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।

সর্বশেষ ২০১০ সালের নভেম্বরে ইসলামাবাদে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়