শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক ◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।

মোবাইল ফোন যেমনি মানুষের শখের জিনিস তেমনি এতে ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষিত থাকে। মোবাইল ফোন হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে অনেক বিপর্যয়ের মুখে পড়তে হয়। তবে ফোন হারালে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের খিলজী রোডে তেজগাঁও বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলে তিনি।

ইবনে মিজান বলেন, “মোবাইল হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পর্যায়ের অফিসারদের নিয়ে মোবাইল উদ্ধারকারী টিম গঠন করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। এতে ফোকাল পারসন হিসেবে আছে সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রাব্বানি ও জিয়াউর রহমান। তাদের তদারকির দায়িত্বে আছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও তেজগাঁও জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ও মো. আলমগীর কবির।

তিনি জানান, তেজগাঁও বিভাগের ছয় থানায় আসা জিডির ভিত্তিতে মাসে ২৫১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলের অনুমানিক দাম ৫০ লাখ টাকা। এছাড়া টিম গঠনের পর ৩৭৫টির অধিক মোবাইল উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের ডিসি জানান, এই টিম বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধার করে থাকে। তবে মোবাইল ফোন বন্ধ থাকলে সেটি উদ্ধার করা কঠিন। চালু হলে বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার করা হয়। এজন্য ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “তেজগাঁও বিভাগে মোবাইল উদ্ধারকারী দল মোবাইল উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে গত এক মাসে উদ্ধার হওয়া ২৫১টি মোবাইল তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। এসময় হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়