শিরোনাম
◈ যুদ্ধ বাঁধলে কী করবেন নাগরিকরা, বুধবার ভারতজুড়ে মহড়া ◈ তরুণদের রাজনীতিতে আরও সক্রিয় হতে বললেন প্রধান উপদেষ্টা ◈ ওরিয়ন গ্রুপের ৬৩৫ মেগাওয়াট কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি ◈ শতাধিক কারখানা বন্ধ, বিপাকে ৬০ হাজার শ্রমিক ◈ ডেনিম এক্সপোর ১৮তম আসর শুরু সোমবার ◈ টেকসই উন্নয়নে সকল খাতে ন্যায্য রূপান্তরের আহ্বান পরিবেশ উপদেষ্টার ◈ এডিবির কাছে যে চার খাতে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা ◈ পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে জ্বালানি তেল, সাশ্রয় হবে ২৩৬ কোটি টাকা ◈ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শা‌মি‌কে প্রাণনাশের হুমকি ◈ ব্রা‌জিল আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে 

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন জেলার বাসিন্দারা চার দিনের ছুটি পাচ্ছেন

চার দিনের ছুটি পাচ্ছে দেশের পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। শুক্রবার (১১ এপ্রিল) থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে আগামী সোমবার (১৪ এপ্রিল)।

জানা গেছে, ইতোমধ্যেই আগামী রবিবার (১৩ এপ্রিল) বাংলা পঞ্জিকার শেষ দিন (৩০ চৈত্র) আসন্ন ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে (১৩ এপ্রিল) পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরেরদিন সোমবার (১৪ এপ্রিল) বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ শুভ বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর আগের দুদিন শুক্র (১১ এপ্রিল) ও শনিবার (১২ এপ্রিল) থাকবে সাপ্তাহিক ছুটি। তাই টানা চার দিনের ছুটি পাচ্ছেন পার্বত্য তিন জেলার মানুষ।

আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল এ ছুটি ঘোষণা করা হয়েছে। গত ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়াও দেশের অন্য জেলাগুলোতে চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে।
 
জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এদিকে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়