শিরোনাম
◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও) ◈ সরকারি সফরে কাতার গেলেন সেনা প্রধান

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৪১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসকে কেন্দ্র করে মোদির দাবির জবাব দেবে সরকার

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

১৬ ডিসেম্বর এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন এবং ১৯৭১ সালে ভারতের জয় হয়েছে এবং ভারতের যেসব সৈনিক মারা গেছে তাদের প্রশংসা করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উনি (নরেন্দ্র মোদি) তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

এ সময় তৌহিদ হোসেন বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী (ড. এস. জয়শঙ্কর) আমাকে বিজয় দিবস উপলক্ষে বাইনেম অভিনন্দন জানিয়েছেন।

অন্যদিকে ১৯ ডিসেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিসর সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডি-৮ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সদস্য। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে অন্যান্য সরকারপ্রধানের দেখা হবে বলেও তিনি জানান।

রোহিঙ্গা ও মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে একটি অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংকক যাচ্ছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কী বলবো, সেটি নির্ভর করবে সেখানে কী কথাবার্তা হয় তার ওপর। আমি আগে থেকে কিছু বলতে চাই না এবং সেটি ঠিকও হবে না।

তিনি আরও বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে যে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং আশ্রয় নিয়েছে, তাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে।

মিয়ানমারের অস্থিরতার জন্য টেকনাফের নাফ নদী দিয়ে বাংলাদেশিদের চলাচল বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, যুদ্ধাবস্থায় অনেক কিছু করতে হয়। সেখানে একটি যুদ্ধ চলছে। তবে আমরা সেই যুদ্ধের অংশীদার না। একটা যুদ্ধাবস্থা চলছে বলে আমাদের সাবধানী হতে হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়