চুয়াডাঙ্গায় বন্ধের দিনে ব্যাংকের ভেতর থেকে প্রবাসীর স্ত্রীসহ দায়িত্বরত আনসার সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মোমিনপুর বাজারে অবস্থিত রূপালী ব্যাংক পিএলসি মোমিনপুর শাখা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক আনসার সদস্যের নাম মো. হেলাল হোসেন (২৫)। তিনি ব্যাংকের ওই শাখায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে এক নারীকে ব্যাংকের ভেতর প্রবেশ দেখে তাদের সন্দেহ হয়। কিছুক্ষণ পর মোমিনপুর বাজারের কয়েক ব্যবসায়ী আনসার সদস্যকে ডাকাডাকি করলে সে বাইরে এসে ব্যাংকের দরজায় বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ওই নারী দরজার কাছে এলে তাকেও বাইরে আনা হয়। পরে সদর থানা-পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, আমরা বিষয়টি জানার পর অভিযুক্ত আনসার সদস্যকে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট ফারুক ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। একই সাথে অভিযুক্ত আনসার সদস্যকে তার দায়-দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। উৎস: নিউজ২৪