শিরোনাম
◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত? ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো ◈ কাতারের আমীরের দেয়া বিশেষ এয়ার এম্বুলেন্সেই দেশে ফিরছেন খালেদা জিয়া ◈ ৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৬ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

পাইকারি হারে কাউকে গ্রেফতার করা হবে না

বাংলাদেশে যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতা নিয়ে যা বললেন আইজিপি

মাসুদ আলম :বাংলাদেশে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য নতুন ভ্রমণ সতর্কতার বিষয়ে নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম বলেছেন, ইউকের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির শঙ্কা করা হয়েছে। তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে আইজিপি বর্তমান পুলিশের সার্বিক অবস্থা নিয়ে কথা বলার সময় এ তথ্য জানান।

এ সময় আইজিপি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে ট্রাভেল এলার্ট দিয়েছে ইউকের সরকার। তাদের সাইটে জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশে হুমকির আশংকা করা হয়। তবে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সতর্ক অবস্থায় আছে।’

মামলায় নাম থাকলেই পাইকারিভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। এছাড়া পুলিশ আগের মতো মারণাস্ত্র ব্যবহার করবে কিনা সেই বিষয়েও নতুন করে ভাববার সময় এসেছে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘এখন সময় এসেছে পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা তৈরি করার।’

আইজিপি বলেন, দুই লাখ ১৩ হাজার পুলিশের কতজন বিপক্ষে ছিল তা খুঁজে বের করা সত্যিই কঠিন। তবে এটা করবোই। এটা করতে হবে পুলিশ বাহিনীর জন্য করতে হবে।

সরাসরি হত্যার সাথে জড়িত কোনো অপরাধীদের পালাতে যদি বর্তমান পুলিশের কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি করেন আইজিপি।

এদিকে মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসব মামলা তদন্তে অভিজ্ঞ সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে দেশে ৮টি মেন্টরিং টিমও করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়