শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো ৫ সংস্কার কমিশন গঠন করে গেজেট হচ্ছে

আগামী রোববারের মধ্যে আরও পাঁচটি সংস্কার কমিশনের গেজেট প্রকাশিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সভায় আলোচনার বিষয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত আরও পাঁচটি নতুন সংস্কার কমিশন হচ্ছে। আগামী রোববারের মধ্যে গেজেট হবে। 

এছাড়া উপদেষ্টা পরিষদ সভায় গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে শেষ হয়, সেজন্য মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে। 

এ উপদেষ্টা বলেন, নির্বাচন অবশ্যই হবে। তবে তার আগে ভোটার তালিকা তৈরিসহ নানান কাজ রয়েছে। এর সাথে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি।

কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা পরিষদ বৈঠকে আলোচনা হয়নি। কিন্তু এটা সত্য যে, কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য দরকার।

আজকে উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রকল্পগুলো যেন সব দিক থেকে মানসম্মত হয় সেটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের জন্য নির্দেশিকা তৈরি হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠনের কথা জানান।

এরপর গেলো ৩ অক্টোবর গঠিত ছয়টি কমিশনের মধ্যে পাঁচটির পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়