শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ১০:১০ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ‘নিয়ন্ত্রণে’ মোহাম্মদপুর

গত কয়েকদিনের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শেষে রাজধানীর মোহাম্মদপুর এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির আতঙ্ক কাটিয়ে নিশ্চিন্তভাবে ঘর থেকে বের হচ্ছেন সাধারণ মানুষ। সূত্র : সময়টিভি 

সোমবার (২২ জুলাই) দুপুরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দায়িত্বরত ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) এ তথ্য জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, এ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। বাসস্ট্যান্ড মোড় থেকে বসিলা, ধানমন্ডি, আসাদগেট ও শ্যামলি রুটের প্রতিটি পয়েন্টে রয়েছে নিরাপত্তা চেকপোস্ট। সন্দেহভাজন ব্যক্তি, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তল্লাশি চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

ডিএমপির ওই কর্মকর্তা বলেন, গতকাল রাত থেকে এ এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা জোরদার করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিংয়ের বাসিন্দা মো. রবিউল বলেন, কখন কী ঘটে এই ভয়ে গত তিন দিন বাসা থেকে বের হইনি। আজ পরিস্থিতি স্বাভাবিক লাগছে। গতরাত থেকে গোলাগুলির শব্দ পাইনি। তাই বের হয়েছি। আজ অনেক মানুষকে বের হতে দেখলাম। কিছু বাজার-সদাই করে ঘরে ফিরবো।

এদিকে, কারফিউ চলমান থাকায় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কারফিউয়ের তৃতীয় দিনেও প্রত্যেককে আইন মেনে চলার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছেন, কেউ কারফিউ আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়