শিরোনাম
◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন   ◈ ব্রা‌জি‌লিয়ান রবের্তো কার্লোস হাসপাতালে, হয়েছে অস্ত্রোপচারও: কেমন আছেন কিংবদন্তি ফুটবলার? ◈ মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান ◈ জাপানে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ রাজধানীতে মিরপুরে আতশবাজির ফুলকি থেকে ভবনে আগুন ◈ শোকের মাঝেও উৎসব: রাজধানীতে আতশবাজি–ফানুসে নববর্ষ বরণ ◈ যখন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া ◈ শুরু হলো ইংরেজি নতুন বর্ষ ২০২৬ ◈ নববর্ষের অঙ্গীকার হবে—অবাধ, সুষ্ঠু নির্বাচনে জবাবদিহিমূলক সরকার গঠন: তারেক রহমান

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনকারীদের ৮ দাবি, যা বললেন আইনমন্ত্রী ( ভিডিও )

সরকারের সঙ্গে আলোচনার দ্বার খুলতে আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর কাছে ৮ দফা দাবি পেশ করেছেন কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারী।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাতে আলোচনা শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে দ্রুত যৌক্তিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক। সূত্র : সময়টিভি

 শিক্ষার্থীরা বলছেন, তাদের ৮ দফা দাবি মেনে নেয়া হলেই কেবল তাদের যে এক দফা দাবি, সেটি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার টেবিলে তারা বসতে রাজি আছেন।

আন্দোলনের সমন্বয়কারীরা সাংবাদিকদের বলেন, সারা দেশের প্রতি আমাদের যে বার্তা রয়েছে, তা স্পষ্ট করা উচিত। আমরা শুধু আমাদের দাবিগুলো পৌঁছে দেয়ার জন্য এখানে এসেছি। অর্থাৎ, আলোচনার জন্য বন্ধ হয়ে যাওয়া দ্বারটি উন্মোচন করার জন্য কী কী পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে, সেটি স্পষ্ট করার জন্য এখানে এসে দাবি পেশ করেছি।
 
তারা বলেন, তদন্ত সাপেক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়ী ব্যক্তিরা যারা আমাদের ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। তাদেরকে গ্রেফতার ও দ্রুত সময়ে বিচার করতে হবে। ছাত্রলীগকে উসকে দেয়ার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীকে হামলার নির্দেশনার জন্য তদন্ত সাপেক্ষে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে। আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সব ধরনের রাজনৈতিক, আইনি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একাডেমিক হয়রানি না করার নিশ্চয়তা দিতে হবে।
 
আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা কোটার যে পরিমাণের কথা বলেছেন, সেটা আমরা দেখেছি। সেই বিষয়ে যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়