শিরোনাম
◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০১:২৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচি, ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পূর্ব ঘোষিত কর্মসূচি 'সকাল সন্ধ্যা ব্লকেড' বাস্তবায়নে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বিভিন্ন স্পটে। শাহবাগ,ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মটর, কাওরান বাজার, ফার্মগেট, মৎস্য ভবন অবরোধ করার জন্য সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে জড়ো হয়।শিক্ষার্থীরা এখান থেকে মিছিল নিয়ে বের হয় অবস্থান নেওয়ার জন্য। 

[৩] এদিকে আন্দোলনে শিক্ষার্থীদের আসার সময় ছাত্রলীগের বাধা দেওয়া অভিযোগ উঠেছে। জগন্নাথ হলসহ বিভিন্ন হলে বাধা দেওয়ার কথা শোনা যায়। আন্দোলনের সময় প্রোগ্রাম দিয়ে জোর পূর্বক শিক্ষার্থীদের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

[৪] শিক্ষার্থীরা ছাত্রলীগের এমন কাজে নিন্দা জানানোর পাশাপাশি বলছে আন্দোলনে আসা শিক্ষার্থীদের কিছু হলে ছাত্রলীগকে এর দায়ভার নিতে হবে।

[৫] আন্দোলনের সমন্বয়কদের দেওয়া তথ্যমতে শিক্ষার্থীরা ঢাকার ১৭ টি স্পটসহ সারা বাংলাদেশে ৩৪টি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেছে।

[৬] রাজধানী ঢাকার শাহবাগ,কারওয়ানবাজার,ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট,পল্টন,চানখারপোল, চানখারপোল ফ্লাইওভারে উঠার মোড়,বঙ্গবাজার,শিক্ষা চত্বর, মৎস্য ভবন,জিপিও,গুলিস্তান,সাইন্সল্যাব,নীলক্ষেত,রামপুরা ব্রিজ,ঢাকা-আরিচা মহাসড়ক, মহাখালী বাংলামটরসহ ঢাকার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছে। শিক্ষার্থীরা উল্লিখিত স্পট গুলোর সকল যান চলাচল বন্ধ করে দিচ্ছে।

[৭] আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন আজকে রেলপথও বাংলা ব্লকেডের অন্তর্ভুক্ত থাকবে। বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিকটবর্তী স্পটের অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করছে।

[৮] হাইকোর্টের রায়ের বিষয়ে সমন্বয়করা আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন,রায় শুনে কেউ  যেনো  থেকে বিরত না হয়। শিক্ষার্থীদের একদফা দাবি আদায়ের আগ পর্যন্ত রাজপথে আন্দোলন চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়