শিরোনাম
◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

প্রকাশিত : ২৩ জুন, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ২৩ জুন, ২০২৪, ০৯:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে তৈরি পোশাক খাতে ৫৫ দশমিক ৫৭ শতাংশ নারী শ্রমিক রয়েছে : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন,  দেশে তৈরি পোশাক খাতে মোট ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছে, যার ৫৫ দশমিক ৫৭ শতাংশ নারী। অর্থাৎ এ খাতে  ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক (ইপিজেড ব্যতীত) রয়েছে।

[৩] রোববার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।  

[৪] প্রতিমন্ত্রী বলেন, বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী (বায়োমেট্রিক ডাটাবেইজ অনুসারে) বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক নিয়োজিত রয়েছে যার ৫২.২৮ শতাংশ নারী শ্রমিক অর্থাৎ এ খাতে নারী শ্রমিক রয়েছে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন।
 
[৫] তিনি জানান, বিকেএমইএ-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে নিট সেক্টরে বর্তমানে মোট ১৭ লাখ ২৫৫ জন শ্রমিক রয়েছে যার ৬২ শতাংশ নারী অর্থাৎ এ খাতে ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন নারী শ্রমিক রয়েছে। দেশে তৈরি পোশাক খাতে মোট ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছে, যার ৫৫.৫৭ শতাংশ নারী অর্থাৎ ২৭ লক্ষ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক (ইপিজেড ব্যতীত) কর্মরত রয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়