খুররম জামান: [২] ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদির এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় অভিনন্দন জানানোর পাশাপাশি রাহুল গান্ধীর জোট ইনডিয়া জোটকে ভালো ফল করার জন্য অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ।
[৩] বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেন, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক উন্নয়ন হয়েছে। সামনের দিনে আমরা সম্পর্ক আরও উন্নত করব। আমরা ইনডিয়া জোটকেও অভিননন্দন জানাই তারা ভালো ফলাফল করেছে।
[৪] পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দেশের বিরোধীদলের উচিৎ ছিল ভূমিকা রাখার কিন্তু সেটা রাখে না। ভারতে যেকোনো সংকটে সরকারি ও বিরোধীদল একসঙ্গে ভূমিকা রাখে।
[৫] ভারত-বাংলাদেশের মধ্যে যেসব বিতর্ক আছে সেগুলো সামনের দিনে কেটে যাবে আশা পররাষ্ট্রমন্ত্রীর। গত ফেব্রুয়ারিতে আমার সফরে কিছু বিষয়ে আলোচনা হয়েছে তবে কিছু বিষয়ে আলোচনার জন্য ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। আসন্ন প্রধানমন্ত্রীর সফরে সেসব বিষয়ে আলোচনা হবে।
[৬] পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ সম্পর্ক। এর সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা হয় না। সম্পাদনা: সমর চক্রবর্তী